
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক করিব হোসেন হত্যার মামলার আসামি ছাত্রদল নেতা জহুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব।

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন হত্যার ঘটনায় বিএনপি, ছাত্রদল ও যুবদলের ২৮ নেতা–কর্মীর নাম উল্লেখ করে ৮০-৯০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

সিরাজগঞ্জের এনায়েতপুরে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত সাবেক ছাত্রদল নেতা কবির হোসেন (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (১৯ মার্চ) রাত ৭টার দিকে ঢাকায় ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

ইফতার মাহফিলকে কেন্দ্র করে সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। মঙ্গলবার বিকেলের দিকে এনায়েতপুরের সদিয়া চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।