সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন হত্যার ঘটনায় বিএনপি, ছাত্রদল ও যুবদলের ২৮ নেতা–কর্মীর নাম উল্লেখ করে ৮০-৯০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
আজ শনিবার দুপুরে নিহত ছাত্রদল নেতার ভাই হযরত আলী হাফিজ বাদী হয়ে মামলাটি করেন। এনায়েতপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজু কামাল মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার প্রধান আসামি এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্যসচিব মঞ্জুর রহমান শিকদার। মামলার আসামিদের মধ্যে রয়েছেন এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মীর মো. সাইফুল ইসলাম মিঠু, সাবেক সদস্যসচিব আবুল কালাম শিকদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি করিম মোল্লা, এনায়েতপুর থানা যুবদলের আহ্বায়ক জহুরুল ইসলাম, এনায়েতপুর থানা ছাত্রদলের আহ্বায়ক সোহাগ শিকদার, এনায়েতপুর থানা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা প্রমুখ।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদ শেখ হাসিনা সরকারের পতন হয়। এর পর ১০ নম্বর আসামি জাবেদ শেখ এলাকায় এসে মামলার আসামিদের সঙ্গে নিয়ে এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি, মাস্তানি ও যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে অর্থ উপার্জন করে আসছেন। এতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হওয়ায় এসব অপকর্ম বন্ধ করার জন সাবেক ছাত্রদল নেতা কবির হোসেন আসামিদের বলতে গেলে আসামিরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং হুমকি দেয়।
১৮ মার্চ ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়নের ২, ৩ ও ৭ নম্বর ওয়ার্ডের আয়োজনে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আসামিরাও একই স্থানে পাল্টা ইফতার মাহফিল আহ্বান করেন।
পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ইফতার মাহফিলের স্থান করোনা বাজারে স্থানান্তরিত করা হয়। নিহত ছাত্রদল নেতাসহ অন্য নেতারা ইফতার মাহফিলের প্যান্ডেলসহ অন্যান্য সামগ্রী সরাতে গেলে আসামিরা বাধা দেন।
এ সময় আসামিরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা করলে ছাত্রদল নেতা কবির হোসেনসহ অন্তত সাতজন আহত হন। গুরুতর আহত ছাত্রদল নেতাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ মার্চ সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আজ নিহত ছাত্রদল নেতার ভাই বাদী হয়ে মামলা করেন।
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন হত্যার ঘটনায় বিএনপি, ছাত্রদল ও যুবদলের ২৮ নেতা–কর্মীর নাম উল্লেখ করে ৮০-৯০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
আজ শনিবার দুপুরে নিহত ছাত্রদল নেতার ভাই হযরত আলী হাফিজ বাদী হয়ে মামলাটি করেন। এনায়েতপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজু কামাল মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার প্রধান আসামি এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্যসচিব মঞ্জুর রহমান শিকদার। মামলার আসামিদের মধ্যে রয়েছেন এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মীর মো. সাইফুল ইসলাম মিঠু, সাবেক সদস্যসচিব আবুল কালাম শিকদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি করিম মোল্লা, এনায়েতপুর থানা যুবদলের আহ্বায়ক জহুরুল ইসলাম, এনায়েতপুর থানা ছাত্রদলের আহ্বায়ক সোহাগ শিকদার, এনায়েতপুর থানা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা প্রমুখ।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদ শেখ হাসিনা সরকারের পতন হয়। এর পর ১০ নম্বর আসামি জাবেদ শেখ এলাকায় এসে মামলার আসামিদের সঙ্গে নিয়ে এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি, মাস্তানি ও যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে অর্থ উপার্জন করে আসছেন। এতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হওয়ায় এসব অপকর্ম বন্ধ করার জন সাবেক ছাত্রদল নেতা কবির হোসেন আসামিদের বলতে গেলে আসামিরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং হুমকি দেয়।
১৮ মার্চ ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়নের ২, ৩ ও ৭ নম্বর ওয়ার্ডের আয়োজনে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আসামিরাও একই স্থানে পাল্টা ইফতার মাহফিল আহ্বান করেন।
পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ইফতার মাহফিলের স্থান করোনা বাজারে স্থানান্তরিত করা হয়। নিহত ছাত্রদল নেতাসহ অন্য নেতারা ইফতার মাহফিলের প্যান্ডেলসহ অন্যান্য সামগ্রী সরাতে গেলে আসামিরা বাধা দেন।
এ সময় আসামিরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা করলে ছাত্রদল নেতা কবির হোসেনসহ অন্তত সাতজন আহত হন। গুরুতর আহত ছাত্রদল নেতাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ মার্চ সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আজ নিহত ছাত্রদল নেতার ভাই বাদী হয়ে মামলা করেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোছা. রোজিনা (৪০) ও ফাহমিদা ইয়াসমিন (২০) নামের মা-মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা ট্রলি ব্যাগের হাতলে ও শরীরের মধ্যে বিশেষ কায়দায় ইয়াবা বহন করে পাচারের চেষ্টা করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
৩ মিনিট আগেআওয়ামী লীগের ঝটিকা মিছিল করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় মানিকগঞ্জ পৌর সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র মো. আরশেদ আলী বিশ্বাসসহ (৫৭) চারজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৫ মিনিট আগেফরিদপুরে চাঁদা না পেয়ে মাসুদুর রহমান লিমন নামের এক যুবদল নেতার নেতৃত্বে ১৬টি থ্রি-হুইলার গাড়ি ভাঙচুরের দাবি করেছেন চালকেরা। এ ছাড়া বাধা দেওয়ায় মারধর করা হয়েছে বলে তাঁরা জানান। এ ঘটনায় আহত ৬ চালককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৮ মিনিট আগেঢাকার জীববৈচিত্র্য পুনরুদ্ধার ও নগর পরিবেশ উন্নয়নে ১ হাজার ৬০০টি গাছ রোপণ করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫ লাখ বৃক্ষরোপণ উদ্যোগের অংশ হিসেবে আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর দিয়াবাড়িতে এ বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়।
২৯ মিনিট আগে