সাজার মেয়াদ থেকে হাজতবাসের সময় বাদ দিতে হবে: আপিল বিভাগ
ফৌজদারি কার্যবিধির ৩৫ক ধারায় বলা হয়েছে, বিচারের সময়ে আসামি যত দিন হাজতবাস করবেন, এই সময় সাজা থেকে বাদ যাবে। এ ক্ষেত্রে ইউনুছ আলীর রায়ে ৩৫ক ধারা উল্লেখ করা ছিল না। আদালত বলেছেন, জেল কর্তৃপক্ষ হিসাব করে দেখে তাঁকে মুক্তি দেবেন।