Ajker Patrika

সুপ্রিম কোর্টে ঈদের ছুটি শেষ হলেও আমেজ কাটেনি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সুপ্রিম কোর্টে ঈদের ছুটি শেষ হলেও আমেজ কাটেনি

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আজ বৃহস্পতিবার খুলেছে সরকারি অফিস-আদালত। তবে আগামী শুক্র ও শনিবার সরকারি ছুটি। তাই বেশির ভাগ অফিসেই অনেকে অতিরিক্ত দুদিন ছুটি নিয়েছেন। যার কারণে ঈদের পর প্রথম কর্ম দিবসে বেশির ভাগ অফিসেই উপস্থিতি ছিল কম।

ঈদের পর আজ খুলেছে সুপ্রিম কোর্ট। যদিও উচ্চ আদালতে অবকাশকালীন ছুটি থাকায় বৃহস্পতিবার কোনো বেঞ্চ বসেনি। তবে অফিশিয়াল অন্যান্য কার্যক্রম চললেও বেশির ভাগই রয়েছেন ছুটিতে। আর যারা এসেছেন তাঁদের মধ্যেও রয়েছে ঈদের আমেজ। সবাই একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন।

এর আগে গত ২৮ এপ্রিল শেষ কর্ম দিবস ছিল সুপ্রিম কোর্টে। এর পর ছয় দিন ছুটি শেষে আজ শুরু হয়েছে উচ্চ আদালতের কার্যক্রম। বেঞ্চ না বসলেও আজকে অনেক আইনজীবীকে আদালতে আসতে দেখা যায়। এসেছেন কয়েকজন বিচারপতিও। 

সুপ্রিম কোর্টের মুখপাত্র সাইফুর রহমান বলেন, আদালত খুলেছে। কর্মকর্তা-কর্মচারীরা এসেছেন। আমাদের অফিশিয়াল কার্যক্রম চলমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত