Ajker Patrika

১৩ বছরে বিনামূল্যে আইনি সেবা পেয়েছেন ৭ লাখ মানুষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১৩ বছরে বিনামূল্যে আইনি সেবা পেয়েছেন ৭ লাখ মানুষ

সরকার বিনামূল্যে গত ১৩ বছরে ৭ লাখ ৩৬ হাজার ২৪৯ জনকে আইনি সেবা দিয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত বিচারপ্রার্থীদের আদায় করে দেওয়া হয়েছে ৮৮ কোটি ৪০ লাখ ৬৫ হাজার ১৫৩ টাকা। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মাধ্যমে এই সেবা দেওয়া হয়েছে। জাতীয় আইনগত সহায়তা দিবস সামনে রেখে আইন মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৯ সাল থেকে গত মার্চ পর্যন্ত ২ লাখ ৯৯ হাজার ৮১০ জনকে আইনি পরামর্শ প্রদান করা হয়েছে। ৩ লাখ ১৮ হাজার ৭৩২ জনকে মামলায় আইনগত সহায়তা প্রদান এবং ৫৬ হাজার ৮৭৪টি মামলা বিকল্প বিরোধ পদ্ধতিতে নিষ্পত্তি করা হয়েছে। 

এই বছরে দিবসটির প্রতিপাদ্য হচ্ছে, ‘বিনা খরচে নিন আইনি সহায়তা শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা’। এদিকে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২২’ উদ্‌যাপন উপলক্ষে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ ছাড়া সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি এবং সারা দেশের জেলা পর্যায়ে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত