অতিরিক্ত টোল আদায় বন্ধে মানববন্ধন
সুনামগঞ্জের ছাতক পৌরসভার নামে ট্রাক, কাভার্ডভ্যান ও পিকআপসহ পণ্যবাহী যানবাহন থেকে টোল এবং লামাকাজি সেতুতে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবিতে প্রতিবাদ সভা হয়েছে। গত শুক্রবার বিকেলে শহরের বাস স্ট্যান্ড এলাকায় যৌথভাবে প্রতিবাদ সভা করে ছাতক ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি ও ট্রাক চালক-শ্রমিক সমিতি।