Ajker Patrika

‘আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র দখলের হুমকি’

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৯: ৪৮
‘আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র দখলের হুমকি’

হবিগঞ্জের আজমিরীগঞ্জে স্বতন্ত্র ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান প্রার্থীকে ভয়ভীতি ও কেন্দ্র দখলের হুমকির অভিযোগ উঠেছে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে। এ ব্যাপারে গত শনিবার উপজেলায় ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. স্বাধীন মিয়া জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা যায়, আজমিরীগঞ্জের ১ নম্বর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আশরাফুল ইসলাম মোবারুল। এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোরা প্রতীকে নির্বাচন করছেন উপজেলা যুবলীগ নেতা স্বাধীন এবং আনারস প্রতীকে লড়ছেন বিএনপি নেতা ইসমাঈল হোসেন সরস।

লিখিত অভিযোগে স্বাধীন মিয়া উল্লেখ করেন, আওয়ামী লীগ প্রার্থী আশরাফুল ইসলাম মোবারুল নির্বাচনে প্রভাব বিস্তার করছেন। তিনি রাখু রায় ও মো. আমির মিয়া নামে দুই সহযোগী দিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারণায় বাধা দিচ্ছেন। এমনকি প্রাণনাশের হুমকিসহ বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আসছেন। হুমকি দিচ্ছেন ভোটের দিন কেন্দ্র দখলের।

স্বাধীন মিয়া বলেন, ‘হুমকির কারণে আমি এবং আমার কর্মী-সমর্থকেরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ব্যাপারে প্রশাসনের কাছে নিরাপত্তা কামনা করছি।’

অভিযোগের বিষয়ে আশরাফুল ইসলাম মোবারুল বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। আমি কাউকে হুমকি দিচ্ছি না এবং সবাই সবার মতো প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি।’

জেলা পুলিশ সুপার এসএম মুরাদ আলি বলেন-‘আমি ছুটিতে আছি। এ বিষয়ে কিছু জানি না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত