Ajker Patrika

শ্রীমঙ্গলে অন্নকূট উৎসব

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ০৩: ২১
শ্রীমঙ্গলে অন্নকূট উৎসব

শ্রীমঙ্গলে অন্নকূট উৎসব পালন করা হয়েছে। অন্নকূট উৎসবটি হলো খাদ্যদেবীর আরাধনা। উপজেলার সবুজবাগ, রুপসপুর ও উত্তরশূর ইসকন মন্দিরে গিরিগোবর্ধন পূজা ও সহস্রপদের খাবারে এ উৎসবের আয়োজন করা হয়।

শ্রীমঙ্গল সবুজবাগ ইসকন মন্দিরের পরিচালক কানাই কৃষ্ণ দাশ বলেন, ৫ হাজার বছরেরও বেশি সময় ধরে সনাতন ধর্মাবলম্বীরা প্রতি বছর এ উৎসবের আয়োজন করেন। দ্বাপরযুগে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন লীলায় এ অন্নকূটের আয়োজন করেন। এরপর থেকে সনাতন ধর্মাবলম্বীরা তা আয়োজন করে আসছেন।

সবুজবাগ যুব পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক লিটন ধাম বলেন, সবুজবাগ নিতাই গৌরমন্দিরে ভক্তদের নিয়ে এ অন্নকূটের আয়োজন করা হয়। অন্নকূটে প্রায় এক হাজার প্রকারের খাবার তৈরি করে ঈশ্বরের উদ্দেশে নিবেদন করা হয়।

ইসকনভক্ত আনন্দময় কেশব প্রভু বলেন, উপজেলার রুপসপুর আবাসিক এলাকায় মনোরঞ্জন দেবনাথের বাসভবনে রাধামাধব মন্দিরে আয়োজন করা হয় আরও একটি অন্নকূটের। যেখানে প্রায় ৫০৮ প্রকারের খাবার তৈরি করে ভগবানের উদ্দেশে নিবেদন করা হয়।

একই সঙ্গে সবুজবাগ এলাকার প্রয়াত ধীরেন্দ্র মালাকারের বাড়িতে ১০৮ প্রকারের ও মৌলভীবাজারের অজিমেরু গোস্বামী বাড়িতে ১ হাজার ৮ প্রকারের খাবার রান্না করে গিরিগোবর্ধনের উদ্দেশে নিবেদন করা হয় বলে জানান হরিভক্ত বিষ্ণু ধর।

উত্তরশূর ইসকন মন্দিরের পরিচালক সুমেধা শ্যাম দাশ ব্রহ্মচারী বলেন, অন্নকূট শব্দের অর্থ অন্নের পাহাড়। এই উৎসবে গিরিরাজ গোবর্ধন এবং ব্রাহ্মণ পূজার বিধান শাস্ত্রে দেওয়া আছে। দ্বাপরযুগে এই তিথিতে ভগবান দামোদর ইন্দ্রের প্রকোপ থেকে ব্রজবাসীদের অভয় দেওয়ার জন্য গিরিরাজ গোবর্ধনের পূজা এবং ব্রাহ্মণ পূজার প্রচলন করেছিলেন, যা কালের পরিক্রমায় অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত