কোদালিছড়ায় ফিরছে প্রাণ
মৌলভীবাজার শহরের বুক চিড়ে বয়ে গেছে কোদালিছড়া খাল। শহরের পানি নিষ্কাশনের একমাত্র এই পথ একসময় দখল দূষণে বন্ধ হওয়ার অবস্থা ছিল। তবে পৌরসভার উদ্যোগে এ খালকে দখল দূষণ মুক্ত করা হয়েছে, খনন করা হয়েছে দফায় দফায়। বর্তমানে খালটি নান্দনিক করার কাজ শুরু হয়েছে।