Ajker Patrika

অনুদান পেল ২ হাজার পরিবার

আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৯: ৫২
অনুদান পেল ২ হাজার পরিবার

কমলগঞ্জে চা-শ্রমিকদের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল রোববার উপজেলার ২ হাজার ৫৫২ পরিবারকে ৫ হাজার টাকা করে ১ কোটি ২৭ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

উপজেলার আলীনগর ইউনিয়নের আলীনগর চা-বাগান, রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা-বাগান ও সদর ইউনিয়নের ফুলবাড়ি চা বাগানে দিনব্যাপী উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে চেক বিতরণ হয়।

এ ছাড়াও মুজিব বর্ষ উপলক্ষে চা-শ্রমিকদের ১৭টি আবাসন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদপ্তর আওতায় ও টেকসই নির্মাণ কর্মসূচির আওতায় এটি হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা ড. মো. আব্দুস শহীদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শোয়েব আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোসাদেক আহমদ মানিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমদ বুলবুল। আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক বাদশা, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত