সুনামগঞ্জ প্রতিনিধি
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়া বাধ্য হয়ে বাড়ানো হয়েছে। তাই ধর্মঘট ডেকে সমস্যার কোনো সমাধান আসবে না। আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভব বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। গতকাল শনিবার সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসন ও জেলা সমবায় অধিদপ্তর যৌথভাবে ৫০তম সমবায় দিবসের আলোচনা সভার আয়োজন করে। সভার প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী। আলোচনা সভায় তিনি বলেন, ‘তেলের দাম বৃদ্ধি অবশ্যই চিন্তার বিষয়। তবে বিশ্বের কোথাও সবকিছু সরকারের নিয়ন্ত্রণে থাকে না। মূল মহাজনেরা যখন দাম বাড়ান, তখন বাধ্য হয়েই আমাদের বাড়াতে হয়। তবে তেলের দাম তাঁরা যতটা বাড়িয়েছেন, সেই অনুপাতে দেশে দাম বাড়ানো হয়নি।’
এখনো জ্বালানি তেলে সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে বলে জানান মন্ত্রী। তবে জ্বালানি তেলের দাম বাড়ানোয় পরিবহন মালিক ও শ্রমিকদের ডাকা ধর্মঘটে কোনো ফল আসবে না বলে জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘আলোচনার মাধ্যমেই সব সমাধান করা সম্ভব।’
আলোচনা সভায় নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে বলে দাবি করেন। তিনি বলেন, ‘করোনার কারণে যে পরিমাণ ক্ষতি হয়েছিল, তা পুষিয়ে আমরা আগের অবস্থানে ফিরে যাচ্ছি।’
আলোচনা সভার আগে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়। এ সময় সমবায় দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. শামস উদ্দিন আহমদ, পৌর মেয়র নাদের বখত, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নীলিমা চন্দ প্রমুখ।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়া বাধ্য হয়ে বাড়ানো হয়েছে। তাই ধর্মঘট ডেকে সমস্যার কোনো সমাধান আসবে না। আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভব বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। গতকাল শনিবার সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসন ও জেলা সমবায় অধিদপ্তর যৌথভাবে ৫০তম সমবায় দিবসের আলোচনা সভার আয়োজন করে। সভার প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী। আলোচনা সভায় তিনি বলেন, ‘তেলের দাম বৃদ্ধি অবশ্যই চিন্তার বিষয়। তবে বিশ্বের কোথাও সবকিছু সরকারের নিয়ন্ত্রণে থাকে না। মূল মহাজনেরা যখন দাম বাড়ান, তখন বাধ্য হয়েই আমাদের বাড়াতে হয়। তবে তেলের দাম তাঁরা যতটা বাড়িয়েছেন, সেই অনুপাতে দেশে দাম বাড়ানো হয়নি।’
এখনো জ্বালানি তেলে সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে বলে জানান মন্ত্রী। তবে জ্বালানি তেলের দাম বাড়ানোয় পরিবহন মালিক ও শ্রমিকদের ডাকা ধর্মঘটে কোনো ফল আসবে না বলে জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘আলোচনার মাধ্যমেই সব সমাধান করা সম্ভব।’
আলোচনা সভায় নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে বলে দাবি করেন। তিনি বলেন, ‘করোনার কারণে যে পরিমাণ ক্ষতি হয়েছিল, তা পুষিয়ে আমরা আগের অবস্থানে ফিরে যাচ্ছি।’
আলোচনা সভার আগে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়। এ সময় সমবায় দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. শামস উদ্দিন আহমদ, পৌর মেয়র নাদের বখত, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নীলিমা চন্দ প্রমুখ।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫