পশ্চিমাদের ‘লেকচার’ বন্ধ করতে বললেন গিনির শাসক
গণতন্ত্র নিয়ে পশ্চিমা দেশগুলোকে লেকচার দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছেন গিনির সামরিক শাসক কর্নেল মামাদি ডুমবুইয়া। তাঁর মতে, পশ্চিমা গণতন্ত্রের মডেল আফ্রিকার দেশগুলোতে কাজ করে না। গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে দেওয়া ভাষণে এসব কথা বলেন ডুমবুইয়া।