হামাস যোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকার উপকণ্ঠে ঢুকে পড়া ইসরায়েলি সামরিক বাহিনীর কিছু ট্যাংক ও বুলডোজার। আজ সোমবার গাজায় প্রবেশ করা ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে হামাসের যোদ্ধাদের তীব্র সংঘর্ষ হয়। এই সংঘর্ষের জেরে ইসরায়েলি ট্যাংক ও বুলডোজার গাজা ছাড়তে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন গাজায় হামাসের সরকারি অফিসের প্রধান এক কর্মকর্তা।
আজ সোমবার ফিলিস্তিনের একাধিক সূত্র কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেছে, ইসরায়েলি ট্যাংকগুলো গাজার সীমান্ত বেড়া থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে গাজা শহরের মধ্যবর্তী সালাহ আল-দিন সড়কের দিকে এগিয়ে যাওয়ার সময় প্রতিরোধের মুখে পড়েছে। পরে ওই এলাকায় হামাসের যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সৈন্যদের তুমুল লড়াই হয়।
গাজার স্থানীয় একজন বাসিন্দা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ইসরায়েলি সৈন্যরা সালাহ আল-দিন সড়কের বিভিন্ন স্থানে কেটে ফেলেছে এবং কোনো যানবাহন এই সড়ক দিয়ে যাওয়ার চেষ্টা করলেই সেটি লক্ষ্য করে গুলি চালাচ্ছে।
গাজায় হামাসের সরকারি অফিসের প্রধান কর্মকর্তা সালামা মারুফ বলেন, ইসরায়েলি ট্যাংক গাজা শহরের উপকণ্ঠ থেকে পিছু হটেছে। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘গাজা উপত্যকার আবাসিক এলাকাগুলোতে ইসরায়েলি বাহিনীর কোনো স্থল অভিযান নেই। সালাহ আল-দিন সড়কে কেবল দখলদার সেনাবাহিনীর কয়েকটি ট্যাংক এবং একটি বুলডোজারের অনুপ্রবেশ ঘটেছিল।
‘এসব যানবাহন সালাহ আল-দিন স্ট্রিটে দুটি বেসামরিক গাড়িকে লক্ষ্যবস্তু করেছে। পরে হামাসের যোদ্ধাদের প্রতিরোধে পিছু হটতে বাধ্য হয়েছে ইসরায়েলি সব যানবাহন। চলে যাওয়ার আগে দখলদার বাহিনী সড়কের বিভিন্ন স্থান কেটে ফেলেছে।’
গাজা উপত্যকা থেকে আল জাজিরার প্রতিনিধি সাফওয়াত কাহলৌত জানান, ‘গাজার যে এলাকায় ইসরায়েলি ট্যাংক অবস্থান করছে বলে জানা যাচ্ছে, আমি সেখান থেকে ৫ কিলোমিটার দূরে রয়েছি। তবে আমি ওই এলাকা থেকে এখন ধোঁয়া উড়তে দেখছি। যুদ্ধরত গোষ্ঠীগুলো বলছে, গাজায় এই মুহূর্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ চলছে।’
হামাস যোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকার উপকণ্ঠে ঢুকে পড়া ইসরায়েলি সামরিক বাহিনীর কিছু ট্যাংক ও বুলডোজার। আজ সোমবার গাজায় প্রবেশ করা ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে হামাসের যোদ্ধাদের তীব্র সংঘর্ষ হয়। এই সংঘর্ষের জেরে ইসরায়েলি ট্যাংক ও বুলডোজার গাজা ছাড়তে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন গাজায় হামাসের সরকারি অফিসের প্রধান এক কর্মকর্তা।
আজ সোমবার ফিলিস্তিনের একাধিক সূত্র কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেছে, ইসরায়েলি ট্যাংকগুলো গাজার সীমান্ত বেড়া থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে গাজা শহরের মধ্যবর্তী সালাহ আল-দিন সড়কের দিকে এগিয়ে যাওয়ার সময় প্রতিরোধের মুখে পড়েছে। পরে ওই এলাকায় হামাসের যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সৈন্যদের তুমুল লড়াই হয়।
গাজার স্থানীয় একজন বাসিন্দা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ইসরায়েলি সৈন্যরা সালাহ আল-দিন সড়কের বিভিন্ন স্থানে কেটে ফেলেছে এবং কোনো যানবাহন এই সড়ক দিয়ে যাওয়ার চেষ্টা করলেই সেটি লক্ষ্য করে গুলি চালাচ্ছে।
গাজায় হামাসের সরকারি অফিসের প্রধান কর্মকর্তা সালামা মারুফ বলেন, ইসরায়েলি ট্যাংক গাজা শহরের উপকণ্ঠ থেকে পিছু হটেছে। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘গাজা উপত্যকার আবাসিক এলাকাগুলোতে ইসরায়েলি বাহিনীর কোনো স্থল অভিযান নেই। সালাহ আল-দিন সড়কে কেবল দখলদার সেনাবাহিনীর কয়েকটি ট্যাংক এবং একটি বুলডোজারের অনুপ্রবেশ ঘটেছিল।
‘এসব যানবাহন সালাহ আল-দিন স্ট্রিটে দুটি বেসামরিক গাড়িকে লক্ষ্যবস্তু করেছে। পরে হামাসের যোদ্ধাদের প্রতিরোধে পিছু হটতে বাধ্য হয়েছে ইসরায়েলি সব যানবাহন। চলে যাওয়ার আগে দখলদার বাহিনী সড়কের বিভিন্ন স্থান কেটে ফেলেছে।’
গাজা উপত্যকা থেকে আল জাজিরার প্রতিনিধি সাফওয়াত কাহলৌত জানান, ‘গাজার যে এলাকায় ইসরায়েলি ট্যাংক অবস্থান করছে বলে জানা যাচ্ছে, আমি সেখান থেকে ৫ কিলোমিটার দূরে রয়েছি। তবে আমি ওই এলাকা থেকে এখন ধোঁয়া উড়তে দেখছি। যুদ্ধরত গোষ্ঠীগুলো বলছে, গাজায় এই মুহূর্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ চলছে।’
আজ থেকে ৫০ বছর আগে, ১৯৭৫ সালের ৩০ এপ্রিল কমিউনিস্ট বাহিনীর হাতে দক্ষিণ ভিয়েতনামের রাজধানী সাইগনের পতনের মধ্য দিয়ে ভিয়েতনাম যুদ্ধের অবসান হয়েছিল। কিন্তু লাখ লাখ মানুষ আজও সেই যুদ্ধের রাসায়নিক উত্তরাধিকার, এজেন্ট অরেঞ্জের ভয়াবহ পরিণতির সঙ্গে প্রতিদিন লড়াই করছেন।
২৩ মিনিট আগেপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প নতুন এক বাণিজ্য কৌশল বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। তাঁর দাবি, বিশ্বজুড়ে শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি শক্তিশালী হবে। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের এমন
২ ঘণ্টা আগেফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে কোকা-কোলা বর্জনের ঢেউ উঠেছিল। সেই ঢেউয়ের ধাক্কা লেগেছে এবার ইউরোপের দেশ ডেনমার্কেও। দেশটিতে কোকা-কোলা বাজারজাতকারী কোম্পানি কার্লসবার্গ জানিয়েছে, ডেনিশ ভোক্তারা কোকা-কোলা বর্জন করছেন।
৬ ঘণ্টা আগেগাজা যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কয়েকগুণ বেড়েছে ইহুদি ও ইসলামবিদ্বেষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত দুটি টাস্কফোর্সের অনুসন্ধানে উঠে এসেছে এ তথ্য।
৭ ঘণ্টা আগে