Ajker Patrika

সেনা সরিয়ে নিতে ভারতকে ২ মাসের সময় বেঁধে দিল মালদ্বীপ

সেনা সরিয়ে নিতে ভারতকে ২ মাসের সময় বেঁধে দিল মালদ্বীপ

ভারত ও মালদ্বীপের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে গত কয়েক মাস ধরেই। কয়েক দিন আগে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাক্ষাদ্বীপ সফর নিয়ে মালদ্বীপের তিন মন্ত্রী বিতর্কিত মন্তব্য করলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। এই টানাপোড়েনের সর্বশেষ পরিণতি হিসেবে মালদ্বীপ থেকে ভারতীয় সেনাদের সরিয়ে নেওয়ার জন্য দুই মাসের সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির চীন সমর্থিত নতুন সরকার। 

এ বিষয়ে রোববার ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু ভারতকে আগামী ১৫ মার্চের মধ্যে সব সেনা নিজ দেশে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। রোববার মালদ্বীপের প্রেসিডেন্ট দপ্তরের জননীতি বিষয়ক সচিব আব্দুল্লাহ নাজিম ইব্রাহিম এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। 

আব্দুল্লাহ নাজিম ইব্রাহিম বলেন, ‘ভারতীয় সামরিক বাহিনীর সদস্যরা মালদ্বীপে অবস্থান করতে পারবে না। এটা প্রেসিডেন্ট ড. মোহামেদ মুইজ্জু এবং এই প্রশাসনের নীতি।’ 

প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি তথ্য অনুযায়ী বর্তমানে ৮৮ জন ভারতীয় সেনা মালদ্বীপে অবস্থান করছে। মালদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্ক বেশ পুরোনো। তবে সম্প্রতি দেশটির নির্বাচনে ভারতপন্থী প্রেসিডেন্ট পরাজিত হলে ক্ষমতায় আসেন চীনপন্থী মুইজ্জু। 

প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই ভারতীয় সেনাদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন মুইজ্জু। কারণ তাঁর নির্বাচনী প্রচারণার মধ্যেই দেশ থেকে ভারতীয় সেনাদের বিদায় করার প্রতিশ্রুতি ছিল। 

আজ রোববার মালেতে অনুষ্ঠিত পররাষ্ট্র সদর দপ্তরের এক বৈঠকে ভারতীয় হাইকমিশনারকে ১৫ মার্চের মধ্যে সেনা সরিয়ে নিতে সময়সীমা বেঁধে দেওয়ার বিষয়টি জানিয়ে দেওয়া হয়। ভারতীয় সরকারের পক্ষে এই বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত