স্নায়ুযুদ্ধের সময়ের পর সবচেয়ে বড় সামরিক মহড়ার আয়োজন করতে যাচ্ছে পশ্চিমা বিশ্বের সামরিক জোট ন্যাটো। জোটের সামরিক কমিটির চেয়ারম্যান অ্যাডমিরাল রব বাওয়ার গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এই মহড়ায় আনুমানিক ৪০ হাজার সেনা অংশগ্রহণ করবে। রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
অ্যাডমিরাল বাওয়ার জানিয়েছেন, সম্মিলিত এই মহড়ার নামকরণ করা হয়েছে ‘স্টেডফাস্ট ডিফেন্ডার’ বা ‘অবিচল রক্ষক’ হিসেবে। জার্মানি, পোল্যান্ড ও বাল্টিক সাগর তীরবর্তী দেশ—এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়ার ভূখণ্ডে এই মহড়া অনুষ্ঠিত হবে। তিনি বলেছেন, বর্তমান ও ভবিষ্যতের বিভিন্ন হুমকি মোকাবিলায় এই জোটের আরও অনেক কাজ করতে হবে।
চলতি সপ্তাহের শুরুর দিকে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে বলেছিল, ‘অবিচল রক্ষক’ মহড়ায় বিভিন্ন দেশের ৫০টির বেশি যুদ্ধজাহাজ, ৫০০ থেকে ৭০০ যুদ্ধবিমান অংশগ্রহণ করতে পারে। আনুষ্ঠানিকভাবে মহড়ার তারিখ নির্ধারিত না হলেও আগামী বছর, অর্থাৎ ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে এই মহড়া অনুষ্ঠিত হতে পারে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
এর আগে চলতি বছরের জুন মাসে ন্যাটো জোটের ইতিহাসের সবচেয়ে বড় বিমান মহড়া চালিয়েছে। জার্মানিতে অনুষ্ঠিত সেই মহড়ায় ২৫টি দেশ থেকে ১০ হাজার সেনা এবং ২৫০টি যুদ্ধবিমান অংশগ্রহণ করেছিল।
আসন্ন মহড়ার প্রতি গুরুত্ব আরোপ করে অ্যাডমিরাল বাওয়ার বলেন, ‘জোট সম্মিলিত প্রতিরক্ষার এক নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে এবং এই লক্ষ্যে বিগত কয়েক বছর ধরেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।’ এ সময় তিনি সম্মিলিত প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য জোটের সদস্য দেশগুলোর মধ্যে প্রতিশ্রুতির অভাব রয়েছে বলেও ক্ষোভ প্রকাশ করেন।
স্নায়ুযুদ্ধের সময়ের পর সবচেয়ে বড় সামরিক মহড়ার আয়োজন করতে যাচ্ছে পশ্চিমা বিশ্বের সামরিক জোট ন্যাটো। জোটের সামরিক কমিটির চেয়ারম্যান অ্যাডমিরাল রব বাওয়ার গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এই মহড়ায় আনুমানিক ৪০ হাজার সেনা অংশগ্রহণ করবে। রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
অ্যাডমিরাল বাওয়ার জানিয়েছেন, সম্মিলিত এই মহড়ার নামকরণ করা হয়েছে ‘স্টেডফাস্ট ডিফেন্ডার’ বা ‘অবিচল রক্ষক’ হিসেবে। জার্মানি, পোল্যান্ড ও বাল্টিক সাগর তীরবর্তী দেশ—এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়ার ভূখণ্ডে এই মহড়া অনুষ্ঠিত হবে। তিনি বলেছেন, বর্তমান ও ভবিষ্যতের বিভিন্ন হুমকি মোকাবিলায় এই জোটের আরও অনেক কাজ করতে হবে।
চলতি সপ্তাহের শুরুর দিকে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে বলেছিল, ‘অবিচল রক্ষক’ মহড়ায় বিভিন্ন দেশের ৫০টির বেশি যুদ্ধজাহাজ, ৫০০ থেকে ৭০০ যুদ্ধবিমান অংশগ্রহণ করতে পারে। আনুষ্ঠানিকভাবে মহড়ার তারিখ নির্ধারিত না হলেও আগামী বছর, অর্থাৎ ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে এই মহড়া অনুষ্ঠিত হতে পারে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
এর আগে চলতি বছরের জুন মাসে ন্যাটো জোটের ইতিহাসের সবচেয়ে বড় বিমান মহড়া চালিয়েছে। জার্মানিতে অনুষ্ঠিত সেই মহড়ায় ২৫টি দেশ থেকে ১০ হাজার সেনা এবং ২৫০টি যুদ্ধবিমান অংশগ্রহণ করেছিল।
আসন্ন মহড়ার প্রতি গুরুত্ব আরোপ করে অ্যাডমিরাল বাওয়ার বলেন, ‘জোট সম্মিলিত প্রতিরক্ষার এক নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে এবং এই লক্ষ্যে বিগত কয়েক বছর ধরেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।’ এ সময় তিনি সম্মিলিত প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য জোটের সদস্য দেশগুলোর মধ্যে প্রতিশ্রুতির অভাব রয়েছে বলেও ক্ষোভ প্রকাশ করেন।
সারা বিশ্ব থেকে মেধাবী পেশাদারদের আকৃষ্ট করতে ভিসা ফি কমানোর প্রস্তাব নিয়ে কাজ করছে ব্রিটেন সরকার। এমনকি কিছু ক্ষেত্রে ভিসা ফি মওকুফ করার কথাও চিন্তা করা হচ্ছে। যখন যুক্তরাষ্ট্র ভিসা ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে, ঠিক সেই সময়ে যুক্তরাজ্যের এই পদক্ষেপ বেশ আলোচনার জন্ম দিয়েছে।
৪২ মিনিট আগে১৭৮৯ সালের বিপ্লবের পর ফ্রান্সে সংবাদপত্র ও তথ্যপ্রবাহ রাজনৈতিক ক্ষমতার অন্যতম হাতিয়ারে পরিণত হয়। যদিও বিপ্লবীরা তখন ‘প্রেসের স্বাধীনতা’-কে অন্যতম বড় অর্জন হিসেবে প্রচার করেছিলেন, তবে বাস্তবে সাংবাদিকতার কোনো প্রকৃত স্বাধীনতা ছিল না। বরং, ক্ষমতাসীনরা সংবাদপত্রকে দমন ও নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে
১ ঘণ্টা আগেরাতভর প্রবল বর্ষণে জলাবদ্ধ হয়ে পড়েছে কলকাতা। টানা পাঁচ থেকে ছয় ঘণ্টা ধরে মুষলধারে বৃষ্টির ফলে পুরো মহানগরী ডুবে গেছে। শহরের রাস্তাঘাটে কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানি। এই জলাবদ্ধ অবস্থায় বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছেন চারজন।
২ ঘণ্টা আগেট্রাম্প প্রশাসন ইরানি কূটনীতিকদের যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কস্টকোসহ বিভিন্ন ‘হোলসেল ক্লাব স্টোর’ থেকে কেনাকাটা ও বিলাস পণ্য কেনার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। গতকাল সোমবার এমনটাই জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট। কেবল তাই নয়, তাদের চলাফেরাও সীমিত করে দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে