‘শাহবাগের আড্ডায় ঈদ নিয়ে কথা বলাটা স্মার্ট মনে করা হতো না’
যাঁরা সংস্কৃতি চর্চা করেন, যাঁরা কালচারড, যাঁরা আলোকিত, তাঁরা তো সবার ব্যাপারেই একই রকমভাবে উদার হবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, শাহবাগের সাংস্কৃতিক আড্ডাগুলোতে পূজা, বড়দিন—এগুলো নিয়ে আলোচনা হতো। কিন্তু ঈদ নিয়ে কথা বলাটা স্মার্ট হিসেবে মনে করা হতো না।