ঢাবি সংবাদদাতা
এবারের নববর্ষের শোভাযাত্রা রাজনৈতিক নয় মন্তব্য করে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, বিগত সময়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল এ শোভাযাত্রাকে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ব্যবহার করেছে। এবার আমরা শুধু ফ্যাসিবাদের মুখাবয়ব ব্যবহার করেছি। এখানে ফ্যাসিস্ট অশুভ শক্তি, কোনো রাজনীতির অংশ নয়।
আজ সোমবার (১৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলার আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
এ বছর নববর্ষের শোভাযাত্রার নাম ‘মঙ্গল শোভাযাত্রা’র পরিবর্তে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ করা হয়েছে। পরিবর্তিত এ নাম চাপিয়ে দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্ন উঠে। এ বিষয়ে সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘চাপিয়ে দেওয়ার কোনো ঘটনা ঘটেনি বরং আগেই চাপিয়ে দেওয়া হয়েছিল। যশোরে এর শুরু হয় তখন এর নাম ছিল বর্ষবরণ শোভাযাত্রা। সেখান থেকে ঢাকায় আসার পর নাম হয় আনন্দ শোভাযাত্রা। এরপর চাপানো হয় মঙ্গল শোভাযাত্রা। এবার চারুকলা সিদ্ধান্ত নিয়েছে আগের নামে ফিরে যাবে।
উপদেষ্টা আরও বলেন, ‘এটা আসলে বাঙালির প্রাণের উৎসব আর নেই, অনেক দিন ধরে এটাকে আমরা বাঙালির প্রাণের উৎসব বানিয়ে রেখেছি। এটা এখন বাংলাদেশের প্রাণের উৎসব। বাঙালি, চাকমা, মারমা, গারোসহ নানা জাতিগোষ্ঠী বর্ষবরণ পালন করে। এ জন্য আমরা এটাকে বাংলাদেশের উৎসব হিসেবে পালন করা শুরু করলাম।’
ফারুকী আরও বলেন, ‘আমি মনে করি, নববর্ষের এ উদ্যাপন বাংলাদেশের সাংস্কৃতিক ঐক্য এবং সম্মিলনের একটি বড় ধাপ। আমরা হয়তো ২০-৩০ বছর পর থাকব না, কিন্তু আজকের বছরটি স্মরণীয় হয়ে থাকবে। কারণ এরপর থেকে বাংলাদেশ এভাবেই চলবে।’
উপদেষ্টা আরও বলেন, ‘দেশের সব জনগোষ্ঠী, ঐতিহ্য-আকবর আমলের ঐতিহ্য, সুলতানি আমলের ঐতিহ্য সবকিছুর মিশ্রণ এখানে দেখা যায়। তবে টিপিক্যাল রাজনীতির কিছু এখানে নেই।’
এবারের নববর্ষের শোভাযাত্রা রাজনৈতিক নয় মন্তব্য করে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, বিগত সময়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল এ শোভাযাত্রাকে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ব্যবহার করেছে। এবার আমরা শুধু ফ্যাসিবাদের মুখাবয়ব ব্যবহার করেছি। এখানে ফ্যাসিস্ট অশুভ শক্তি, কোনো রাজনীতির অংশ নয়।
আজ সোমবার (১৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলার আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
এ বছর নববর্ষের শোভাযাত্রার নাম ‘মঙ্গল শোভাযাত্রা’র পরিবর্তে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ করা হয়েছে। পরিবর্তিত এ নাম চাপিয়ে দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্ন উঠে। এ বিষয়ে সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘চাপিয়ে দেওয়ার কোনো ঘটনা ঘটেনি বরং আগেই চাপিয়ে দেওয়া হয়েছিল। যশোরে এর শুরু হয় তখন এর নাম ছিল বর্ষবরণ শোভাযাত্রা। সেখান থেকে ঢাকায় আসার পর নাম হয় আনন্দ শোভাযাত্রা। এরপর চাপানো হয় মঙ্গল শোভাযাত্রা। এবার চারুকলা সিদ্ধান্ত নিয়েছে আগের নামে ফিরে যাবে।
উপদেষ্টা আরও বলেন, ‘এটা আসলে বাঙালির প্রাণের উৎসব আর নেই, অনেক দিন ধরে এটাকে আমরা বাঙালির প্রাণের উৎসব বানিয়ে রেখেছি। এটা এখন বাংলাদেশের প্রাণের উৎসব। বাঙালি, চাকমা, মারমা, গারোসহ নানা জাতিগোষ্ঠী বর্ষবরণ পালন করে। এ জন্য আমরা এটাকে বাংলাদেশের উৎসব হিসেবে পালন করা শুরু করলাম।’
ফারুকী আরও বলেন, ‘আমি মনে করি, নববর্ষের এ উদ্যাপন বাংলাদেশের সাংস্কৃতিক ঐক্য এবং সম্মিলনের একটি বড় ধাপ। আমরা হয়তো ২০-৩০ বছর পর থাকব না, কিন্তু আজকের বছরটি স্মরণীয় হয়ে থাকবে। কারণ এরপর থেকে বাংলাদেশ এভাবেই চলবে।’
উপদেষ্টা আরও বলেন, ‘দেশের সব জনগোষ্ঠী, ঐতিহ্য-আকবর আমলের ঐতিহ্য, সুলতানি আমলের ঐতিহ্য সবকিছুর মিশ্রণ এখানে দেখা যায়। তবে টিপিক্যাল রাজনীতির কিছু এখানে নেই।’
সব ধরনের ওষুধের মধ্যে দেশে পরিপাকতন্ত্রের জটিলতাবিষয়ক ওষুধ বিক্রিতে রয়েছে তৃতীয় সর্বোচ্চ স্থানে। সরকারি গবেষণায় উঠে এসেছে, এসব ওষুধ বিক্রির অঙ্ক বছরে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট, জনসংখ্যার একটা বিশাল অংশ পরিপাকতন্ত্রের সমস্যায় ভুগছে।
৪০ মিনিট আগেবর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেই পুলিশকে স্বাধীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার জন্য পদক্ষেপ নিতে প্রস্তাব দিয়েছেন পুলিশ সদস্যরা। এ জন্য তাঁরা দ্রুত স্বাধীন কমিশন গঠনের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জোর দাবি জানান। পুলিশ সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনে ‘স্বাধীন কমিশন’ গঠনের...
১ ঘণ্টা আগেতিন সাংবাদিককে চাকরিচ্যুতিতে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। মঙ্গলবার (২৯ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
১ ঘণ্টা আগেপ্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালা আয়োজন এবং গবেষণার মাধ্যমে শ্রম অধিকার, শ্রম নীতিমালা, শ্রমিক-মালিক সম্পর্ক, শ্রম অসন্তোষ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের...
৩ ঘণ্টা আগে