Ajker Patrika

সব শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা নববর্ষ উদ্‌যাপনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মঙ্গল শোভাযাত্রা। ফাইল ছবি
মঙ্গল শোভাযাত্রা। ফাইল ছবি

সব শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদ্‌যাপন করতে বলেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। এ ছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) বাংলা নববর্ষ উদ্‌যাপনের জন্য সব সরকারি স্কুল-কলেজে নির্দেশনা পাঠিয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। আজ সোমবার এমন নির্দেশনা দিয়ে জারি করা আদেশ মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তা ও সরকারি-বেসরকারি স্কুল-কলেজের প্রধানদের পাঠানো হয়েছে বলে জানান মাউশির সাধারণ প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. খালিদ হোসেন।

খালিদ হোসেন গণমাধ্যমকে বলেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সভায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে ও সাড়ম্বরে বাংলা নববর্ষ উদ্‌যাপনের সিদ্ধান্ত হয়েছে। ওই সভার কার্যবিবরণী পাঠিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটি উদ্‌যাপনের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত ২৩ মার্চ সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভার কার্যবিবরণীতে বলা হয়েছে, সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে ও সাড়ম্বরে বাংলা নববর্ষ উদ্‌যাপন করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত