প্রিয়াঙ্কা গোপের কণ্ঠে বর্ষার গান ‘আজি নেমেছে আঁধার’
বর্ষা উপলক্ষে সম্প্রতি প্রকাশিত হয়েছে ড. প্রিয়াঙ্কা গোপের গান ‘আজি নেমেছে আঁধার’। প্রিয়াঙ্কা গোপ অফিশিয়াল নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটি লিখেছেন মোহাম্মদ রাজিবুল হাসান, সুর করেছেন সোনালী রায়, সংগীতায়োজন করেছেন বিনোদ রায়।