বিনোদন প্রতিবেদক, ঢাকা
নিজের লেখা ও সুর করা ১০০ গানের সিরিজ নিয়ে আসছেন গীতিকার ও সুরকার তানভীর তারেক। এরই মধ্যে বেশ কিছু গানের কাজ শেষ করেছেন তিনি। সম্প্রতি তানভীর ঘোষণা দিয়েছেন সিরিজের প্রথম দুটি গান মুক্তির। প্রথম গানটি তৈরি হয়েছে অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেনের লেখা ও তানভীর তারেকের সুর-সংগীতে। দ্বিতীয় গানটি লিখেছেন তানভীর তারেক নিজে। মিউজিক ভিডিও দুটি পরিচালনা করেছেন রাজ হামিদ ও টিম আসিফ আকবর। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস ও ডেথ ভ্যালিতে মিউজিক ভিডিও দুটির শুটিং হয়েছে।
১০০ গানের সিরিজ প্রকাশ নিয়ে তানভীর তারেক বলেন, ‘গত কয়েক মাস একটানা বেশ কিছু মিউজিক ট্র্যাক তৈরি করেছি। পরিকল্পনা করেছি আমার মৌলিক ১০০টি গানের সিরিজ প্রকাশ করার। সেই প্রজেক্টেই এই গানগুলো মুক্তি পাচ্ছে। অভিনেতা ও নির্দেশক আফজাল হোসেনের একটি কবিতাকে সুরারোপ দিয়ে গান বেঁধেছি। তাঁকে ডেমো ট্র্যাক পাঠিয়েছি। তিনি পছন্দ করেছেন। গানটিতে মডেল হয়েছেন নাবিলা। তিনি পেশায় একজন আইটি ইঞ্জিনিয়ার। ক্যালিফোর্নিয়াতে এআই নিয়ে কাজ করেন। মিউজিক ভিডিও দুটি তৈরি হচ্ছে রাজ হামিদের বায়োস্কোপ ও হলিউড নির্মাতা আসিফ আকবরের প্রতিষ্ঠান টিএফপির ব্যানারে।’
তানভীর তারেক এখন আছেন নিউইয়র্কে। মূলত সেখানেই তৈরি করছেন নিজের গানের ভিডিও। তানভীর বলেন, ‘বিদেশের মাটিতে পেশাদার ক্যামেরাপারসন ও টিম নিয়ে কাজ করাটা খুবই খরচসাপেক্ষ। সে ক্ষেত্রে আমি ভাগ্যবান কিছু প্রফেশনাল টিমের সাপোর্ট পেয়েছি, যারা বিশ্বমানের কাজ করে। রাজ হামিদের বায়োস্কোপ প্রোডাকশন বাংলা সিনেমা নিয়ে সারা বিশ্বে ডিস্ট্রিবিউশনের কাজ করছে। অন্যদিকে আসিফ আকবর হলিউডের পরিচালক। আশা করছি, তাঁদের সহযোগিতায় তৈরি গানগুলো শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।’
তানভীর তারেক জানিয়েছেন, শিগগির প্রথম গান দুটি সাউন্ড অব তানভীর নামের মিউজিক চ্যানেলের পাশাপাশি স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ বেশ কিছু প্ল্যাটফর্মে মুক্তি পাবে। এরপর একে একে প্রকাশিত হবে বাকি গানগুলো।
নিজের লেখা ও সুর করা ১০০ গানের সিরিজ নিয়ে আসছেন গীতিকার ও সুরকার তানভীর তারেক। এরই মধ্যে বেশ কিছু গানের কাজ শেষ করেছেন তিনি। সম্প্রতি তানভীর ঘোষণা দিয়েছেন সিরিজের প্রথম দুটি গান মুক্তির। প্রথম গানটি তৈরি হয়েছে অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেনের লেখা ও তানভীর তারেকের সুর-সংগীতে। দ্বিতীয় গানটি লিখেছেন তানভীর তারেক নিজে। মিউজিক ভিডিও দুটি পরিচালনা করেছেন রাজ হামিদ ও টিম আসিফ আকবর। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস ও ডেথ ভ্যালিতে মিউজিক ভিডিও দুটির শুটিং হয়েছে।
১০০ গানের সিরিজ প্রকাশ নিয়ে তানভীর তারেক বলেন, ‘গত কয়েক মাস একটানা বেশ কিছু মিউজিক ট্র্যাক তৈরি করেছি। পরিকল্পনা করেছি আমার মৌলিক ১০০টি গানের সিরিজ প্রকাশ করার। সেই প্রজেক্টেই এই গানগুলো মুক্তি পাচ্ছে। অভিনেতা ও নির্দেশক আফজাল হোসেনের একটি কবিতাকে সুরারোপ দিয়ে গান বেঁধেছি। তাঁকে ডেমো ট্র্যাক পাঠিয়েছি। তিনি পছন্দ করেছেন। গানটিতে মডেল হয়েছেন নাবিলা। তিনি পেশায় একজন আইটি ইঞ্জিনিয়ার। ক্যালিফোর্নিয়াতে এআই নিয়ে কাজ করেন। মিউজিক ভিডিও দুটি তৈরি হচ্ছে রাজ হামিদের বায়োস্কোপ ও হলিউড নির্মাতা আসিফ আকবরের প্রতিষ্ঠান টিএফপির ব্যানারে।’
তানভীর তারেক এখন আছেন নিউইয়র্কে। মূলত সেখানেই তৈরি করছেন নিজের গানের ভিডিও। তানভীর বলেন, ‘বিদেশের মাটিতে পেশাদার ক্যামেরাপারসন ও টিম নিয়ে কাজ করাটা খুবই খরচসাপেক্ষ। সে ক্ষেত্রে আমি ভাগ্যবান কিছু প্রফেশনাল টিমের সাপোর্ট পেয়েছি, যারা বিশ্বমানের কাজ করে। রাজ হামিদের বায়োস্কোপ প্রোডাকশন বাংলা সিনেমা নিয়ে সারা বিশ্বে ডিস্ট্রিবিউশনের কাজ করছে। অন্যদিকে আসিফ আকবর হলিউডের পরিচালক। আশা করছি, তাঁদের সহযোগিতায় তৈরি গানগুলো শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।’
তানভীর তারেক জানিয়েছেন, শিগগির প্রথম গান দুটি সাউন্ড অব তানভীর নামের মিউজিক চ্যানেলের পাশাপাশি স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ বেশ কিছু প্ল্যাটফর্মে মুক্তি পাবে। এরপর একে একে প্রকাশিত হবে বাকি গানগুলো।
আট বছর আগে জোড়া সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল রুনা খানের। ২০১৭ সালের ১ ডিসেম্বর মুক্তি পেয়েছিল তৌকীর আহমেদের ‘হালদা’ ও সাজেদুল আউয়ালের ‘ছিটকিনি’। তবে রুনা খান এর আগে অভিনয় করেন আরও দুটি সিনেমায়।
৮ ঘণ্টা আগেনাট্যনির্মাতা নাসির উদ্দিন আহমেদ মাসুদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন তাছলিমা খাতুন আয়েশা নামের এক অভিনয়শিল্পী। তাঁর দাবি, অভিনয়ের প্রলোভন দেখিয়ে রিসোর্টে নিয়ে গিয়ে নাসির উদ্দিন আহমেদ মাসুদ, তাঁর সহযোগী বাবর ও অজ্ঞাতনামা একজন ধর্ষণ ও মারধর করেন। তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন নির্মাত
৮ ঘণ্টা আগেব্যক্তিগত প্লেলিস্ট থেকে সোশ্যাল মিডিয়ার রিলস—সবখানে সবার পছন্দের গান ‘আপাতে’। দক্ষিণ কোরিয়ার নারী ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের অন্যতম সদস্য রোজের সঙ্গে এই গানে কণ্ঠ দিয়েছেন ব্রুনো মার্স। এই জুটির আপাতে প্রকাশিত হয় গত বছরের ১৮ অক্টোবর। তখন থেকে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে রাজত্ব করছে গ
৮ ঘণ্টা আগেচলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র এ বছরের শুরুতে পরপারে পাড়ি জমান। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ৫ জানুয়ারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। প্রবীর মিত্রকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে তাঁর কাজ সংরক্ষণ করার বিভিন্ন উদ্যোগ নিয়েছে অভিনেতার পরিবার। এর অংশ হিসেবে সম্প্রতি শুরু হয়েছে প্রবীর মি
৮ ঘণ্টা আগে