Ajker Patrika

ইসকনের নিরামিষ রেস্তোরাঁয় ঢুকে চিকেন ফ্রাই খেলেন যুবক, ক্ষুব্ধ র‍্যাপার বাদশা

বিনোদন ডেস্ক
ইসকনের রেস্তোরাঁয় ঢুকে চিকেন ফ্রাই খাওয়ায় ক্ষুব্ধ র‍্যাপার বাদশা। ছবি: সংগৃহীত
ইসকনের রেস্তোরাঁয় ঢুকে চিকেন ফ্রাই খাওয়ায় ক্ষুব্ধ র‍্যাপার বাদশা। ছবি: সংগৃহীত

বিভিন্ন দেশে আছে ইসকনের রেস্তোরাঁ। ‘গোবিন্দ’ নামের এসব রেস্তোরাঁয় নিরামিষ খাবার পরিবেশন করা হয়। সেখানে পেঁয়াজ, রসুনও নিষিদ্ধ। লন্ডনের রাধা-কৃষ্ণ মন্দিরে অবস্থিত গোবিন্দ রেস্তোরাঁয় ঢুকে এক যুবক চিকেন ফ্রাই খেয়েছেন। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি। এ ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন র‍্যাপার বাদশা।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, এক আফ্রিকান-ব্রিটিশ যুবক কাঁধে কালো ব্যাগ নিয়ে লন্ডনের ইসকনের নিরামিষ রেস্তোরাঁয় প্রবেশ করেন। সেখানকার কর্মচারীকে জিজ্ঞাসা করেন, ‘এটা কি ভেগান রেস্টুরেন্ট?’ কর্মচারী হ্যাঁ বলতেই তিনি আবার জিজ্ঞেস করেন, ‘তাহলে এখানে কোনো ধরনের মাংস পাওয়া যায় না?’ কর্মচারী আবার তাঁকে নিশ্চিত করেন, ‘মাংস, পেঁয়াজ, রসুন কিছুই না।’

এর পর যুবকটি হঠাৎ ব্যাগ থেকে কেএফসির একটি বাক্স বের করেন। সেখানে দাঁড়িয়ে সবাইকে দেখিয়ে চিকেন ফ্রাই খেতে শুরু করেন। যুবককে থামাতে এগিয়ে আসেন অন্য কর্মচারীরা। কিন্তু তিনি কারও কথা শুনতে নারাজ। রেস্তোরাঁয় অন্য যাঁরা খাবার খাচ্ছিলেন, তাঁদের টেবিলের কাছে গিয়েও চিকেন অফার করেন। এভাবে কিছুক্ষণ চলার পর একপর্যায়ে যুবকটি রেস্তোরাঁ ত্যাগ করেন।

এ ঘটনায় অনেকের মতো ক্ষুব্ধ হয়েছেন ভারতীয় র‍্যাপার বাদশা। বিষয়টিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবেই দেখছেন তিনি। এক্সে ভিডিওটি শেয়ার করে বাদশা লিখেছেন, ‘এটা দেখলে চিকেনও হয়তো লজ্জিত হতো। আসলে যুবকটির মাংস খাওয়ার ইচ্ছা হয়নি, জুতাপেটা খাওয়ার ইচ্ছে হয়েছিল। ভিন্নমতের প্রতি সম্মান জানানোর মধ্যেই আসল শক্তির প্রকাশ পায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত