বিনোদন ডেস্ক
‘টার্মিনেটর’, ‘টাইটানিক’, ‘অ্যাভাটার’সহ অনেক আলোচিত সিনেমার নির্মাতা জেমস ক্যামেরনের সঙ্গে কাজ করতে চলেছেন বিলি আইলিশ। অস্কার, গ্র্যামি, গোল্ডেন গ্লোবসহ বহু পুরস্কারজয়ী মার্কিন গায়িকা বিলি আইলিশ যুক্ত হয়েছেন জেমস ক্যামেরনের একটি বিশেষ প্রজেক্টে। সেটি দেখা যাবে থ্রিডিতে।
বিলি আইলিশের তৃতীয় স্টুডিও অ্যালবাম ‘হিট মি হার্ড অ্যান্ড সফট’ মুক্তি উপলক্ষে গত বছরের সেপ্টেম্বর থেকে এ শিরোনামে ওয়ার্ল্ড ট্যুর করছেন শিল্পী। যেটি শেষ হবে আগামী নভেম্বরে। এর আওতায় ১০৬টি কনসার্টে পারফর্ম করার কথা তাঁর। ১৯ জুলাই থেকে শুরু হয়েছে এ ট্যুরের ম্যানচেস্টার পর্ব। ১৯ জুলাই ম্যানচেস্টারের প্রথম কনসার্টে জেমস ক্যামেরনের সঙ্গে কাজের কথা প্রকাশ করেন বিলি আইলিশ।
যেহেতু জেমস ক্যামেরনের বিশ্ব বিখ্যাত নির্মাতার সঙ্গে প্রথম কাজ, বিলি আইলিশ তাই খবরটি ভক্তদের জানানোর জন্য উন্মুখ হয়ে ছিলেন। কনসার্টের মাঝপথে গান থামিয়ে বলেই দিলেন, ‘আপনারা হয়তো খেয়াল করেছেন, অন্যান্য দিনের চেয়ে আজ কনসার্টে অনেক ক্যামেরা। এখনই বিষয়টি নিয়ে বেশি কিছু বলতে পারব না। তবে এটুকু বলি, আমি জেমস ক্যামেরনের সঙ্গে একটি বিশেষ কাজ করছি। আর সেটা তৈরি হচ্ছে থ্রিডিতে।’
প্রিয় গায়িকার মুখে এ খবর শোনার পর কনসার্টে উপস্থিত ভক্তরা হর্ষধ্বনি দিয়ে ওঠে। বিলি আইলিশ বলতে থাকেন, ‘ম্যানচেস্টারের এই চার কনসার্টে তোমরা যারা এসেছ, আমার সঙ্গে সবাই এ প্রজেক্টের অংশ হয়ে থাকবে। জেমস ক্যামেরন এই কনসার্টেই আছেন। কিছু মনে কোরো না, শুটিংয়ের প্রয়োজনে আমাকে এই চার কনসার্টে এই একই পোশাক পরে থাকতে হবে।’
জেমস ক্যামেরনের পরিচালনায় বিলি আইলিশের এটি কী ধরনের কাজ হতে যাচ্ছে, তা খোলাসা করেননি শিল্পী। তবে ধারণা করা হচ্ছে, এটি একটি কনসার্ট ফিল্ম হতে চলেছে। তথ্যচিত্রও হতে পারে।
এর আগে ২০২১ সালে বিলি আইলিশকে নিয়ে তৈরি হয়েছিল তথ্যচিত্র ‘বিলি আইলিশ: দ্য ওয়ার্ল্ডস আ লিটল ব্লারি’। একই বছর মুক্তি পায় তাঁর কনসার্ট ফিল্ম ‘হ্যাপিয়ার দ্যান এভার: আ লাভ লেটার টু লস অ্যাঞ্জেলেস’।
‘টার্মিনেটর’, ‘টাইটানিক’, ‘অ্যাভাটার’সহ অনেক আলোচিত সিনেমার নির্মাতা জেমস ক্যামেরনের সঙ্গে কাজ করতে চলেছেন বিলি আইলিশ। অস্কার, গ্র্যামি, গোল্ডেন গ্লোবসহ বহু পুরস্কারজয়ী মার্কিন গায়িকা বিলি আইলিশ যুক্ত হয়েছেন জেমস ক্যামেরনের একটি বিশেষ প্রজেক্টে। সেটি দেখা যাবে থ্রিডিতে।
বিলি আইলিশের তৃতীয় স্টুডিও অ্যালবাম ‘হিট মি হার্ড অ্যান্ড সফট’ মুক্তি উপলক্ষে গত বছরের সেপ্টেম্বর থেকে এ শিরোনামে ওয়ার্ল্ড ট্যুর করছেন শিল্পী। যেটি শেষ হবে আগামী নভেম্বরে। এর আওতায় ১০৬টি কনসার্টে পারফর্ম করার কথা তাঁর। ১৯ জুলাই থেকে শুরু হয়েছে এ ট্যুরের ম্যানচেস্টার পর্ব। ১৯ জুলাই ম্যানচেস্টারের প্রথম কনসার্টে জেমস ক্যামেরনের সঙ্গে কাজের কথা প্রকাশ করেন বিলি আইলিশ।
যেহেতু জেমস ক্যামেরনের বিশ্ব বিখ্যাত নির্মাতার সঙ্গে প্রথম কাজ, বিলি আইলিশ তাই খবরটি ভক্তদের জানানোর জন্য উন্মুখ হয়ে ছিলেন। কনসার্টের মাঝপথে গান থামিয়ে বলেই দিলেন, ‘আপনারা হয়তো খেয়াল করেছেন, অন্যান্য দিনের চেয়ে আজ কনসার্টে অনেক ক্যামেরা। এখনই বিষয়টি নিয়ে বেশি কিছু বলতে পারব না। তবে এটুকু বলি, আমি জেমস ক্যামেরনের সঙ্গে একটি বিশেষ কাজ করছি। আর সেটা তৈরি হচ্ছে থ্রিডিতে।’
প্রিয় গায়িকার মুখে এ খবর শোনার পর কনসার্টে উপস্থিত ভক্তরা হর্ষধ্বনি দিয়ে ওঠে। বিলি আইলিশ বলতে থাকেন, ‘ম্যানচেস্টারের এই চার কনসার্টে তোমরা যারা এসেছ, আমার সঙ্গে সবাই এ প্রজেক্টের অংশ হয়ে থাকবে। জেমস ক্যামেরন এই কনসার্টেই আছেন। কিছু মনে কোরো না, শুটিংয়ের প্রয়োজনে আমাকে এই চার কনসার্টে এই একই পোশাক পরে থাকতে হবে।’
জেমস ক্যামেরনের পরিচালনায় বিলি আইলিশের এটি কী ধরনের কাজ হতে যাচ্ছে, তা খোলাসা করেননি শিল্পী। তবে ধারণা করা হচ্ছে, এটি একটি কনসার্ট ফিল্ম হতে চলেছে। তথ্যচিত্রও হতে পারে।
এর আগে ২০২১ সালে বিলি আইলিশকে নিয়ে তৈরি হয়েছিল তথ্যচিত্র ‘বিলি আইলিশ: দ্য ওয়ার্ল্ডস আ লিটল ব্লারি’। একই বছর মুক্তি পায় তাঁর কনসার্ট ফিল্ম ‘হ্যাপিয়ার দ্যান এভার: আ লাভ লেটার টু লস অ্যাঞ্জেলেস’।
এই সাফল্যের আনন্দ কিছুটা হলেও মলিন করে দিয়েছে নকলের অভিযোগ। অনেকে অভিযোগ করছে, ২০০৪ সালের কোরিয়ান সিনেমা ‘আ মোমেন্ট টু রিমেম্বার’-এর গল্প চুরি করে তৈরি হয়েছে সাইয়ারা। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে চলছে কাটাছেঁড়া।
৮ ঘণ্টা আগেইদানীং হাঁটুর সমস্যায় ভুগছেন নিশো। এখন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন যদিও, কিন্তু এ অবস্থায় শুটিংয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ। সুড়ঙ্গ ২ সিনেমার শুটিং শুরুর আগে তাই নিশোকে যেতে হবে ছুরি-কাঁচির নিচে। করাতে হবে হাঁটুর অস্ত্রোপচার।
৮ ঘণ্টা আগেগত কোরবানির ঈদে টিভিতে প্রচার হয়েছিল ইমরাউল রাফাত পরিচালিত নাটক ‘বকুল ফুল’। এতে একজন মানসিক রোগীর চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি। নাটকটি গত বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশের পর আবার আলোচনায় তিনি। প্রশংসিত হচ্ছে মাহির অভিনয় ও লুক। বকুল ফুল নাটকসহ অন্যান্য বিষয়ে অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন শিহাব...
২১ ঘণ্টা আগেসেই আশির দশকের শুরুতে পরিচালনা শুরু জেমস ক্যামেরনের। বানিয়েছেন ‘টার্মিনেটর’, ‘এলিয়েনস’, ‘টাইটানিক’সহ অনেক আলোচিত সিনেমা। তবে দেড় যুগ ধরে এই জনপ্রিয় নির্মাতা আটকে আছেন একই বিষয়ে। ২০০৯ সালে মুক্তি পেয়েছিল ‘অ্যাভাটার’, তার পর থেকে অন্য কোনো বিষয় নিয়ে ভাবেননি।
১ দিন আগে