বিনোদন ডেস্ক
‘টার্মিনেটর’, ‘টাইটানিক’, ‘অ্যাভাটার’সহ অনেক আলোচিত সিনেমার নির্মাতা জেমস ক্যামেরনের সঙ্গে কাজ করতে চলেছেন বিলি আইলিশ। অস্কার, গ্র্যামি, গোল্ডেন গ্লোবসহ বহু পুরস্কারজয়ী মার্কিন গায়িকা বিলি আইলিশ যুক্ত হয়েছেন জেমস ক্যামেরনের একটি বিশেষ প্রজেক্টে। সেটি দেখা যাবে থ্রিডিতে।
বিলি আইলিশের তৃতীয় স্টুডিও অ্যালবাম ‘হিট মি হার্ড অ্যান্ড সফট’ মুক্তি উপলক্ষে গত বছরের সেপ্টেম্বর থেকে এ শিরোনামে ওয়ার্ল্ড ট্যুর করছেন শিল্পী। যেটি শেষ হবে আগামী নভেম্বরে। এর আওতায় ১০৬টি কনসার্টে পারফর্ম করার কথা তাঁর। ১৯ জুলাই থেকে শুরু হয়েছে এ ট্যুরের ম্যানচেস্টার পর্ব। ১৯ জুলাই ম্যানচেস্টারের প্রথম কনসার্টে জেমস ক্যামেরনের সঙ্গে কাজের কথা প্রকাশ করেন বিলি আইলিশ।
যেহেতু জেমস ক্যামেরনের বিশ্ব বিখ্যাত নির্মাতার সঙ্গে প্রথম কাজ, বিলি আইলিশ তাই খবরটি ভক্তদের জানানোর জন্য উন্মুখ হয়ে ছিলেন। কনসার্টের মাঝপথে গান থামিয়ে বলেই দিলেন, ‘আপনারা হয়তো খেয়াল করেছেন, অন্যান্য দিনের চেয়ে আজ কনসার্টে অনেক ক্যামেরা। এখনই বিষয়টি নিয়ে বেশি কিছু বলতে পারব না। তবে এটুকু বলি, আমি জেমস ক্যামেরনের সঙ্গে একটি বিশেষ কাজ করছি। আর সেটা তৈরি হচ্ছে থ্রিডিতে।’
প্রিয় গায়িকার মুখে এ খবর শোনার পর কনসার্টে উপস্থিত ভক্তরা হর্ষধ্বনি দিয়ে ওঠে। বিলি আইলিশ বলতে থাকেন, ‘ম্যানচেস্টারের এই চার কনসার্টে তোমরা যারা এসেছ, আমার সঙ্গে সবাই এ প্রজেক্টের অংশ হয়ে থাকবে। জেমস ক্যামেরন এই কনসার্টেই আছেন। কিছু মনে কোরো না, শুটিংয়ের প্রয়োজনে আমাকে এই চার কনসার্টে এই একই পোশাক পরে থাকতে হবে।’
জেমস ক্যামেরনের পরিচালনায় বিলি আইলিশের এটি কী ধরনের কাজ হতে যাচ্ছে, তা খোলাসা করেননি শিল্পী। তবে ধারণা করা হচ্ছে, এটি একটি কনসার্ট ফিল্ম হতে চলেছে। তথ্যচিত্রও হতে পারে।
এর আগে ২০২১ সালে বিলি আইলিশকে নিয়ে তৈরি হয়েছিল তথ্যচিত্র ‘বিলি আইলিশ: দ্য ওয়ার্ল্ডস আ লিটল ব্লারি’। একই বছর মুক্তি পায় তাঁর কনসার্ট ফিল্ম ‘হ্যাপিয়ার দ্যান এভার: আ লাভ লেটার টু লস অ্যাঞ্জেলেস’।
‘টার্মিনেটর’, ‘টাইটানিক’, ‘অ্যাভাটার’সহ অনেক আলোচিত সিনেমার নির্মাতা জেমস ক্যামেরনের সঙ্গে কাজ করতে চলেছেন বিলি আইলিশ। অস্কার, গ্র্যামি, গোল্ডেন গ্লোবসহ বহু পুরস্কারজয়ী মার্কিন গায়িকা বিলি আইলিশ যুক্ত হয়েছেন জেমস ক্যামেরনের একটি বিশেষ প্রজেক্টে। সেটি দেখা যাবে থ্রিডিতে।
বিলি আইলিশের তৃতীয় স্টুডিও অ্যালবাম ‘হিট মি হার্ড অ্যান্ড সফট’ মুক্তি উপলক্ষে গত বছরের সেপ্টেম্বর থেকে এ শিরোনামে ওয়ার্ল্ড ট্যুর করছেন শিল্পী। যেটি শেষ হবে আগামী নভেম্বরে। এর আওতায় ১০৬টি কনসার্টে পারফর্ম করার কথা তাঁর। ১৯ জুলাই থেকে শুরু হয়েছে এ ট্যুরের ম্যানচেস্টার পর্ব। ১৯ জুলাই ম্যানচেস্টারের প্রথম কনসার্টে জেমস ক্যামেরনের সঙ্গে কাজের কথা প্রকাশ করেন বিলি আইলিশ।
যেহেতু জেমস ক্যামেরনের বিশ্ব বিখ্যাত নির্মাতার সঙ্গে প্রথম কাজ, বিলি আইলিশ তাই খবরটি ভক্তদের জানানোর জন্য উন্মুখ হয়ে ছিলেন। কনসার্টের মাঝপথে গান থামিয়ে বলেই দিলেন, ‘আপনারা হয়তো খেয়াল করেছেন, অন্যান্য দিনের চেয়ে আজ কনসার্টে অনেক ক্যামেরা। এখনই বিষয়টি নিয়ে বেশি কিছু বলতে পারব না। তবে এটুকু বলি, আমি জেমস ক্যামেরনের সঙ্গে একটি বিশেষ কাজ করছি। আর সেটা তৈরি হচ্ছে থ্রিডিতে।’
প্রিয় গায়িকার মুখে এ খবর শোনার পর কনসার্টে উপস্থিত ভক্তরা হর্ষধ্বনি দিয়ে ওঠে। বিলি আইলিশ বলতে থাকেন, ‘ম্যানচেস্টারের এই চার কনসার্টে তোমরা যারা এসেছ, আমার সঙ্গে সবাই এ প্রজেক্টের অংশ হয়ে থাকবে। জেমস ক্যামেরন এই কনসার্টেই আছেন। কিছু মনে কোরো না, শুটিংয়ের প্রয়োজনে আমাকে এই চার কনসার্টে এই একই পোশাক পরে থাকতে হবে।’
জেমস ক্যামেরনের পরিচালনায় বিলি আইলিশের এটি কী ধরনের কাজ হতে যাচ্ছে, তা খোলাসা করেননি শিল্পী। তবে ধারণা করা হচ্ছে, এটি একটি কনসার্ট ফিল্ম হতে চলেছে। তথ্যচিত্রও হতে পারে।
এর আগে ২০২১ সালে বিলি আইলিশকে নিয়ে তৈরি হয়েছিল তথ্যচিত্র ‘বিলি আইলিশ: দ্য ওয়ার্ল্ডস আ লিটল ব্লারি’। একই বছর মুক্তি পায় তাঁর কনসার্ট ফিল্ম ‘হ্যাপিয়ার দ্যান এভার: আ লাভ লেটার টু লস অ্যাঞ্জেলেস’।
আট বছর আগে জোড়া সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল রুনা খানের। ২০১৭ সালের ১ ডিসেম্বর মুক্তি পেয়েছিল তৌকীর আহমেদের ‘হালদা’ ও সাজেদুল আউয়ালের ‘ছিটকিনি’। তবে রুনা খান এর আগে অভিনয় করেন আরও দুটি সিনেমায়।
৬ ঘণ্টা আগেনাট্যনির্মাতা নাসির উদ্দিন আহমেদ মাসুদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন তাছলিমা খাতুন আয়েশা নামের এক অভিনয়শিল্পী। তাঁর দাবি, অভিনয়ের প্রলোভন দেখিয়ে রিসোর্টে নিয়ে গিয়ে নাসির উদ্দিন আহমেদ মাসুদ, তাঁর সহযোগী বাবর ও অজ্ঞাতনামা একজন ধর্ষণ ও মারধর করেন। তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন নির্মাত
৬ ঘণ্টা আগেব্যক্তিগত প্লেলিস্ট থেকে সোশ্যাল মিডিয়ার রিলস—সবখানে সবার পছন্দের গান ‘আপাতে’। দক্ষিণ কোরিয়ার নারী ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের অন্যতম সদস্য রোজের সঙ্গে এই গানে কণ্ঠ দিয়েছেন ব্রুনো মার্স। এই জুটির আপাতে প্রকাশিত হয় গত বছরের ১৮ অক্টোবর। তখন থেকে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে রাজত্ব করছে গ
৬ ঘণ্টা আগেচলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র এ বছরের শুরুতে পরপারে পাড়ি জমান। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ৫ জানুয়ারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। প্রবীর মিত্রকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে তাঁর কাজ সংরক্ষণ করার বিভিন্ন উদ্যোগ নিয়েছে অভিনেতার পরিবার। এর অংশ হিসেবে সম্প্রতি শুরু হয়েছে প্রবীর মি
৬ ঘণ্টা আগে