Ajker Patrika

মাহতিমের ‘সুইসাইড নোট’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
মাহতিম সাকিব। ছবি: সংগৃহীত
মাহতিম সাকিব। ছবি: সংগৃহীত

নতুন গান নিয়ে আসছেন সংগীতশিল্পী মাহতিম সাকিব। গানের শিরোনাম ‘সুইসাইড নোট’। ‘কোনো এক অবসরে পড়ে নিও, আমার সুইসাইড নোট/ জেনে নিও কেন দুঃখরা জমাট বাঁধে, কেন নীল হয়ে যায় ঠোঁট’—এমন কথার গানটি লিখেছেন এন আই বুলবুল। গানটি আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পি টিউন স্টুডিওর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে জানা গেছে।

‘সুইসাইড নোট’ গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন রোহান রাজ। ভিডিও বানিয়েছেন মনিরুল ইসলাম। নতুন গান নিয়ে আশাবাদী মাহতিম সাকিব। জানালেন, গানটি সবার ভালো লাগবে।

‘সুইসাইড নোট’ গানের পোস্টার। ছবি: সংগৃহীত
‘সুইসাইড নোট’ গানের পোস্টার। ছবি: সংগৃহীত

মাহতিম সাকিব বলেন, ‘সুইসাইড নোট শব্দটি শুনলেই অনেক ধরনের ভাবনা আসে মনে। একজন মানুষ কখন সুইসাইডের মতো কঠিন সিদ্ধান্ত নেয়, এটি অনেকের পক্ষে বোঝা সম্ভব হয় না। এই গানে তেমন একটা গল্প পাবে শ্রোতারা।’

গীতিকার এন আই বুলবুল বলেন, ‘একজন ব্যর্থ প্রেমিকের গল্প তুলে ধরেছি এই গানে। আমাদের সমাজে এমন অনেক প্রেমিক আছে, যারা জীবন দিয়েও তার ভালোবাসার মানুষটার মন পায়নি। আবার অনেকের ভালোবাসার মানুষ ভুল বুঝে ছেড়ে চলে যায়। অন্যদিকে প্রেমিক আত্মহত্যার মধ্য দিয়ে নিজেকে একদিন শেষ করে দেয়। এমন একটা গল্প পাওয়া যাবে গানে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত