শেয়ারের দাম ৩ শতাংশের বেশি কমতে পারবে না, বিএসইসির সিদ্ধান্ত
দরপতন ঠেকাতে শেয়ারের সর্বোচ্চ পতনের সীমা নতুন করে নির্ধারণ করে দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এক দিনে কোনো শেয়ারের দাম সর্বোচ্চ ৩ শতাংশ পর্যন্ত কমতে পারবে, যা আগে ছিল ১০ শতাংশ।