বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের মূল মালিকানা প্রতিষ্ঠান অ্যালফাবেটের বাজারমূল্য ২ ট্রিলিয়ন বা ২ লাখ কোটি ডলারের ঘরে পৌঁছেছে। বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণার পর গতকাল শুক্রবার এই মাইলফলক ছুঁয়েছে যুক্তরাষ্ট্রের এই প্রযুক্তি কোম্পানি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
শেয়ারবাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, দিনের শুরুতে ওয়াল স্ট্রিটে লেনদেনে অ্যালফাবেটের শেয়ারদর ১০ শতাংশ বাড়ায় কোম্পানিটির বাজারমূল্য বেড়ে ২ ট্রিলিয়ন ডলারে দাঁড়ায়। ২০২১ সালেও এই পর্যায়ে পৌঁছেছিল অ্যালফাবেট। কিন্তু তখন দিনের লেনদেন শেষে এই মাইলফলক ধরে রাখতে পারেনি।
গত বৃহস্পতিবার কোম্পানির আয় বাড়ার খবর প্রকাশে অ্যালফাবেটের শেয়ারদর বৃদ্ধি পায়। এই আয় বিশ্লেষকদের প্রত্যাশা ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের আরেক প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের বাজারমূল্য বেড়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগের পর এ বছর কোম্পানিটি ৩ ট্রিলিয়ন ডলার বা ৩ লাখ কোটি ডলারের মাইলফলক ছাড়িয়েছে।
অ্যালফাবেটের ত্রৈমাসিক প্রতিবেদন অনুযায়ী, গুগল সার্চের পাশাপাশি ইউটিউব প্ল্যাটফর্মও প্রত্যাশার চেয়ে ভালো ব্যবসা করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলোর প্রশিক্ষণ ও কার্যক্রম উন্নত করার মাধ্যমে ক্লাউড ব্যবসা থেকেও বড় সংখ্যার আয় পেয়েছে অ্যালফাবেট।
কোম্পানিটি এবারই প্রথম লভ্যাংশও ঘোষণা করল। এ বিষয়ে বিনিয়োগ প্ল্যাটফরম এজে বেলের বিনিয়োগ পরিচালক রাস মোল্ড বলেন, লভ্যাংশদাতা প্রযুক্তি কোম্পানির তালিকায় অ্যালফাবেট যোগদানের বিষয়টি সুসময়ের লক্ষণ।
তিনি বলেন, ‘গত এক দশকে বড় প্রযুক্তি কোম্পানিগুলো অনেক লাভ করেছে। এসব কোম্পানি অনেক নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছে। কোম্পানিগুলো আর্থিক অবস্থা এত জোরালো হয়েছে যে, ব্যবসায় পুনঃবিনিয়োগের পরও বিনিয়োগকারীদের দেওয়ার মতো প্রচুর অর্থ অবশিষ্ট আছে।’
এই মাইলফলক অর্জনের মাধ্যমে ২ ট্রিলিয়ন ডলার বেশি মূল্যের মার্কিন কোম্পানির তালিকায় নিজের নাম লেখাল অ্যালফাবেট। কোম্পানিটি এই তালিকায় চতুর্থ স্থান দখল করেছে। অপর কোম্পানিগুলোর মধ্যে মাইক্রোসফটের বাজারমূল্য ৩ ট্রিলিয়ন ডলার, অ্যাপলের ২ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার ও এআই পণ্যের চিপ সরবরাহকারী প্রতিষ্ঠান এনভিডিয়ার বাজারমূল্য ৩ ট্রিলিয়ন ডলার।
বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের মূল মালিকানা প্রতিষ্ঠান অ্যালফাবেটের বাজারমূল্য ২ ট্রিলিয়ন বা ২ লাখ কোটি ডলারের ঘরে পৌঁছেছে। বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণার পর গতকাল শুক্রবার এই মাইলফলক ছুঁয়েছে যুক্তরাষ্ট্রের এই প্রযুক্তি কোম্পানি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
শেয়ারবাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, দিনের শুরুতে ওয়াল স্ট্রিটে লেনদেনে অ্যালফাবেটের শেয়ারদর ১০ শতাংশ বাড়ায় কোম্পানিটির বাজারমূল্য বেড়ে ২ ট্রিলিয়ন ডলারে দাঁড়ায়। ২০২১ সালেও এই পর্যায়ে পৌঁছেছিল অ্যালফাবেট। কিন্তু তখন দিনের লেনদেন শেষে এই মাইলফলক ধরে রাখতে পারেনি।
গত বৃহস্পতিবার কোম্পানির আয় বাড়ার খবর প্রকাশে অ্যালফাবেটের শেয়ারদর বৃদ্ধি পায়। এই আয় বিশ্লেষকদের প্রত্যাশা ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের আরেক প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের বাজারমূল্য বেড়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগের পর এ বছর কোম্পানিটি ৩ ট্রিলিয়ন ডলার বা ৩ লাখ কোটি ডলারের মাইলফলক ছাড়িয়েছে।
অ্যালফাবেটের ত্রৈমাসিক প্রতিবেদন অনুযায়ী, গুগল সার্চের পাশাপাশি ইউটিউব প্ল্যাটফর্মও প্রত্যাশার চেয়ে ভালো ব্যবসা করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলোর প্রশিক্ষণ ও কার্যক্রম উন্নত করার মাধ্যমে ক্লাউড ব্যবসা থেকেও বড় সংখ্যার আয় পেয়েছে অ্যালফাবেট।
কোম্পানিটি এবারই প্রথম লভ্যাংশও ঘোষণা করল। এ বিষয়ে বিনিয়োগ প্ল্যাটফরম এজে বেলের বিনিয়োগ পরিচালক রাস মোল্ড বলেন, লভ্যাংশদাতা প্রযুক্তি কোম্পানির তালিকায় অ্যালফাবেট যোগদানের বিষয়টি সুসময়ের লক্ষণ।
তিনি বলেন, ‘গত এক দশকে বড় প্রযুক্তি কোম্পানিগুলো অনেক লাভ করেছে। এসব কোম্পানি অনেক নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছে। কোম্পানিগুলো আর্থিক অবস্থা এত জোরালো হয়েছে যে, ব্যবসায় পুনঃবিনিয়োগের পরও বিনিয়োগকারীদের দেওয়ার মতো প্রচুর অর্থ অবশিষ্ট আছে।’
এই মাইলফলক অর্জনের মাধ্যমে ২ ট্রিলিয়ন ডলার বেশি মূল্যের মার্কিন কোম্পানির তালিকায় নিজের নাম লেখাল অ্যালফাবেট। কোম্পানিটি এই তালিকায় চতুর্থ স্থান দখল করেছে। অপর কোম্পানিগুলোর মধ্যে মাইক্রোসফটের বাজারমূল্য ৩ ট্রিলিয়ন ডলার, অ্যাপলের ২ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার ও এআই পণ্যের চিপ সরবরাহকারী প্রতিষ্ঠান এনভিডিয়ার বাজারমূল্য ৩ ট্রিলিয়ন ডলার।
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১৫ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৯ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
২১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১ দিন আগে