Ajker Patrika

ট্রাম্পের ট্রুথ সোশ্যালের লোকসান প্রায় ৬ কোটি ডলার, শেয়ার দরে ধস

ট্রাম্পের ট্রুথ সোশ্যালের লোকসান প্রায় ৬ কোটি ডলার, শেয়ার দরে ধস

ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যালের শেয়ারের দর সোমবার (১ এপ্রিল) ২৫ শতাংশ পর্যন্ত দরপতন হয়েছে। সোশ্যাল মিডিয়া কোম্পানিটি গত বছর ৫ কোটি ৮২ লাখ ডলার লোকসানের তথ্য প্রকাশের পর এই দরপতন হয়। এখন এই প্ল্যাটফর্মটিকে চালিয়ে নেওয়ার সক্ষমতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। 

গত সপ্তাহে শেয়ারবাজারে আসার পরই হইচই ফেলে দেয় ট্রাম্পের ট্রুথ সোশ্যাল। ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের বাজারমূল্য একলাফে ৭০০ কোটি ডলার ছাড়িয়ে যায়। যদিও নিয়ন্ত্রক সংস্থার কাছে দেওয়া নথিপত্র অনুযায়ী, ২০২৩ সালে কোম্পানিটির পণ্য বা সেবা বিক্রি ছিল মাত্র ৪১ লাখ ৩০ হাজার ডলারের। 

বিভিন্ন কোম্পানির নিরীক্ষকেরা বলছে, যে পরিমাণ লোকসানের তথ্য কোম্পানিটির পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে, তাতে এটির ভবিষ্যৎ নিয়ে সন্দেহ রয়েছে। 

 ২০২৩ সালে ট্রাম্প মিডিয়ার নিট লোকসান ছিল ৫ কোটি ৮২ লাখ। ঋণের সুদ বাবদ ব্যয় বাদ দিয়ে কোম্পানি ১ কোটি ৬০ লাখ ডলারের পরিচালন লোকসানের তথ্য প্রকাশ করেছে। যেখানে ২০২২ সালে পরিচালন লোকসান ছিল ২ কোটি ৩২ লাখ। 

ট্রাম্প মিডিয়াতে ট্রাম্পের বেশ বড় অংশীদারত্ব রয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার ফলে অতিরিক্ত শত কোটি ডলারের মালিক বনে যান তিনি। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রথমবারের মতো বিশ্বের ৫০০ ধনী ব্যক্তির তালিকায় যুক্ত হয়েছেন। 

এখন শেয়ারদরের যে অবস্থা তাতে ট্রাম্প তাঁর শেয়ার বিক্রি করে অর্থ সংগ্রহও করতে পারবেন না। যেখানে আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমে তাঁকে আইনি লড়াইয়ের পেছনে প্রচুর খরচ করতে হচ্ছে। 

মর্নিংস্টারের গবেষণা বিভাগের ভাইস–প্রেসিডেন্ট জন রেকেনথালার সম্প্রতি মন্তব্য করেছেন, ট্রাম্প মিডিয়া হলো ক্রিপ্টোকারেন্সির মতো। বিটকয়েনের মতো, লোকেরা ট্রাম্প মিডিয়াকে ভবিষ্যতের নগদ প্রবাহের জন্য নয়, বরং রাতারাতি টাকা বানানোর একটি অনুষঙ্গ হিসেবে দেখছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত