নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পরপর দুই দিন সূচক কমল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে গতকাল বুধবার। তবে টানা দুই দিন শেয়ারের দরপতনের পরও বিষয়টি পুঁজিবাজারের জন্য ইতিবাচক হিসেবেই দেখা হচ্ছে। কারণ, লাগাতার দরপতন বা দরবৃদ্ধি না হওয়ার মানেই পুঁজিবাজার নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ‘স্বাভাবিক’ নিয়মে লেনদেন হচ্ছে।
বিশ্লেষকেরা বলছেন, অর্থনীতির নানামুখী চাপের মধ্যে স্বাভাবিক প্রক্রিয়ায় লেনদেন হচ্ছে। দরবৃদ্ধি হচ্ছে। আবার তা সংশোধন হচ্ছে। এর চেয়ে বেশি ভালো লেনদেন পুঁজিবাজারে প্রত্যাশা করা যায় না।
গত সপ্তাহে উত্থানের জেরে ডিএসইর বাজার মূলধন বাড়ে ৬ হাজার ২৩০ কোটি টাকা। আর সূচক বাড়ে ৯৭ পয়েন্ট। এ পরিস্থিতিতে চলতি সপ্তাহের প্রথম দুই কর্মদিবসেই উত্থান হয়। সূচকে যোগ হয় ১১১ পয়েন্ট। আর রোববার আগের কর্মদিবসের চেয়ে ১০৭ কোটি টাকা বেড়ে লেনদেন ৮১৭ কোটি টাকা ছাড়িয়ে যায়। পরের দিন আরও বেড়ে গত সোমবার ১ হাজার ৯৫ কোটি টাকার বেশি।
তবে গত মঙ্গলবার কিছুটা দরপতনে সূচক কমলেও লেনদেন ১ হাজার ১০৮ কোটি টাকা অতিক্রম করে। এরপর গতকাল বুধবারও দরপতন ও লেনদেন কমে। এতে দুই দিনে সূচক কমে ৩৬ পয়েন্ট। তবে এটাকে সাধারণ বাজার সংশোধন হিসেবেই দেখা হচ্ছে।
বুধবার ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ পয়েন্ট কমেছে। সূচকের অবস্থান দাঁড়িয়েছে ৫ হাজার ৬৯০ পয়েন্টে।
অন্যদিকে ডিএসইতে ৮৬৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসের চেয়ে ২৩৮ কোটি ৭৪ লাখ টাকা কম।
পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ বলেন, অর্থনীতিতে বিভিন্ন চাপ রয়েছে। সুদের হার বেশি। আরও বাড়ানো হচ্ছে। লেনদেন কখনো বেশি হবে, আবার কখনো কম হবে। ধারাবাহিকভাবে সূচকের কমা বা বাড়া কোনোটাই ভালো নয়। মূল্যবৃদ্ধির পর সংশোধন হবে, এটাই শেয়ারবাজারের প্রকৃত কর্মপদ্ধতি। এভাবে চললে পুঁজিবাজারকে ‘হেলদি’ বলা যায়।
পরপর দুই দিন সূচক কমল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে গতকাল বুধবার। তবে টানা দুই দিন শেয়ারের দরপতনের পরও বিষয়টি পুঁজিবাজারের জন্য ইতিবাচক হিসেবেই দেখা হচ্ছে। কারণ, লাগাতার দরপতন বা দরবৃদ্ধি না হওয়ার মানেই পুঁজিবাজার নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ‘স্বাভাবিক’ নিয়মে লেনদেন হচ্ছে।
বিশ্লেষকেরা বলছেন, অর্থনীতির নানামুখী চাপের মধ্যে স্বাভাবিক প্রক্রিয়ায় লেনদেন হচ্ছে। দরবৃদ্ধি হচ্ছে। আবার তা সংশোধন হচ্ছে। এর চেয়ে বেশি ভালো লেনদেন পুঁজিবাজারে প্রত্যাশা করা যায় না।
গত সপ্তাহে উত্থানের জেরে ডিএসইর বাজার মূলধন বাড়ে ৬ হাজার ২৩০ কোটি টাকা। আর সূচক বাড়ে ৯৭ পয়েন্ট। এ পরিস্থিতিতে চলতি সপ্তাহের প্রথম দুই কর্মদিবসেই উত্থান হয়। সূচকে যোগ হয় ১১১ পয়েন্ট। আর রোববার আগের কর্মদিবসের চেয়ে ১০৭ কোটি টাকা বেড়ে লেনদেন ৮১৭ কোটি টাকা ছাড়িয়ে যায়। পরের দিন আরও বেড়ে গত সোমবার ১ হাজার ৯৫ কোটি টাকার বেশি।
তবে গত মঙ্গলবার কিছুটা দরপতনে সূচক কমলেও লেনদেন ১ হাজার ১০৮ কোটি টাকা অতিক্রম করে। এরপর গতকাল বুধবারও দরপতন ও লেনদেন কমে। এতে দুই দিনে সূচক কমে ৩৬ পয়েন্ট। তবে এটাকে সাধারণ বাজার সংশোধন হিসেবেই দেখা হচ্ছে।
বুধবার ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ পয়েন্ট কমেছে। সূচকের অবস্থান দাঁড়িয়েছে ৫ হাজার ৬৯০ পয়েন্টে।
অন্যদিকে ডিএসইতে ৮৬৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসের চেয়ে ২৩৮ কোটি ৭৪ লাখ টাকা কম।
পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ বলেন, অর্থনীতিতে বিভিন্ন চাপ রয়েছে। সুদের হার বেশি। আরও বাড়ানো হচ্ছে। লেনদেন কখনো বেশি হবে, আবার কখনো কম হবে। ধারাবাহিকভাবে সূচকের কমা বা বাড়া কোনোটাই ভালো নয়। মূল্যবৃদ্ধির পর সংশোধন হবে, এটাই শেয়ারবাজারের প্রকৃত কর্মপদ্ধতি। এভাবে চললে পুঁজিবাজারকে ‘হেলদি’ বলা যায়।
আয়কর রিটার্ন জমা না দিলে গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পরিষেবার সংযোগ কেটে দেওয়ার মতো কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। নতুন আয়কর আইনে কর কর্মকর্তাদের এ ক্ষমতা দেওয়া আছে। ২০২৫-২৬ অর্থবছরের আয়কর নির্দেশিকায় এমনটাই জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
৫ ঘণ্টা আগেবিশ্বের অন্যতম শীর্ষ গ্লোবাল ইলেকট্রনিকস ব্র্যান্ড হয়ে ওঠার লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক বাজারে এগিয়ে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত টেক জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। সেই লক্ষ্য অর্জনে বৈশ্বিক বাজার সম্প্রসারণে ব্যাপক সাফল্য দেখাচ্ছে প্রতিষ্ঠানটি।
৭ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার মালয়েশিয়ার শীর্ষ টেলিকম প্রতিষ্ঠান আজিয়াটাকে বাংলাদেশে ফাইভ-জি সেবা চালু এবং দেশের ডেটা সেন্টারে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। কুয়ালালামপুরে প্রধান উপদেষ্টার অবস্থান করা হোটেলে আজিয়াটা প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান।
৭ ঘণ্টা আগেসমুদ্র অর্থনীতিবিষয়ক গবেষক রিয়ার অ্যাডমিরাল (অব.) এম খুরশেদ আলম বলেন, ভারত ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমা চিহ্নিত হয়েছে। কিন্তু দেশের অর্থনীতির টেকসই প্রবৃদ্ধির ক্ষেত্রে সাগরের সম্পদ ও সম্ভাবনা কাজে লাগানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দেশের উপকূলরেখা থেকে ৬৭৫ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ সমুদ্রসীমা
৭ ঘণ্টা আগে