পরিণত দল নিয়ে নির্ভার সাবিনারা
ফাইনালের আগে সংবাদ সম্মেলনে ট্রফি হাতে অধিনায়কদের ছবি তোলার একটা অলিখিত প্রথা। ট্রফি হাতে অধিনায়কেরা তাঁদের দলের সমর্থক যেন বলতে চান, এই শিরোপা জিততে তাঁরা প্রস্তুত। ছবি তুলতে গিয়ে সাবিনা খাতুনের হাতে গতকাল যখন সাফের শিরোপা উঠল, তখন মৃদু হাসিতে সামনে দাঁড়ানো নেপাল অধিনায়ককে বাংলাদেশ অধিনায়ক যেন বুঝি