নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শিরোপার স্বপ্ন যখন সরে যাচ্ছিল ধীরে ধীরে তখনই এল ম্যাচ জেতার সেরা সুযোগ। ৮৯ মিনিটে তৃষ্ণা রানীর শটে নিজেদের বক্সে হ্যান্ডবল করে বসলেন ডিফেন্ডার বিপানা স্নেহি। পেনাল্টি পেয়ে রীতিমতো ম্যাচ জয়ের উল্লাস করলেন বাংলাদেশের ফুটবলাররা!
তাতেই যেন স্নায়ুচাপ পেয়ে বসল পেনাল্টি নিতে আসা সহ-অধিনায়ক জয়নব বিবিকে। শট নিতে গিয়ে ভেঙে পড়লেন চাপে। সেটাই হলো কাল। যে শটটা নিলেন জয়নব বিবি সেটা সহজেই ঠেকিয়ে দিলেন নেপালি গোলরক্ষক সুজাতা তামাং। শিরোপা হাতের কাছে পেয়েও ফেলে দিল বাংলাদেশ।
নেপাল ও ভুটানকে নিয়ে তিন দেশের সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে শিরোপার সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশের মেয়েদের সামনে। ভুটানের বিপক্ষে একপেশে খেলে দুই ম্যাচে ১৭ গোল দিলেও বাংলাদেশের আক্রমণ বারবার মার খেল নেপালের রক্ষণের কাছে। প্রথম ম্যাচ ১-০ গোল হেরেছিল বাংলাদেশ। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ মাঠ ভর্তি দর্শকের সামনে একই দলের সঙ্গে ১-১ গোলে ড্র করে পুনরুদ্ধার করা হলো না অনূর্ধ্ব-১৫ সাফ। বাংলাদেশের মাঠ থেকে নারী ফুটবলে প্রথম সাফ জিতে নিল নেপাল।
শিরোপা জিততে হলে নেপালের বিপক্ষে জিততেই হতো বাংলাদেশকে। সেটা যেকোনো ব্যবধানেই। কিন্তু এলোপাতাড়ি ফুটবল, অভাব পরিকল্পনা আর ফিনিশিংয়ে সুযোগের পর সুযোগ নষ্টের পর নেপালের বিপক্ষে গোল এল ঠিকই কিন্তু শিরোপার জন্য দরকার ছিল যা সবচেয়ে বেশি সেটাই হলো না। চার ম্যাচে ১০ পয়েন্টে নারী ফুটবলে সাফ জিতল নেপাল। ২০১৭ সালের পর আরও এক হতাশা বাংলাদেশের কিশোরীদের।
ভুটানকে ৯-০ গোলে উড়িয়ে দেওয়া একাদশকে অপরিবর্তিত রেখেই নেপালের বিপক্ষে শেষ ম্যাচের একাদশ সাজান বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন। এলোপাতাড়ি প্রথম ১০ মিনিটের পর প্রথম সুযোগ বাংলাদেশের। ১১ মিনিটে বক্সের বাইরে থেকে শটের ভালো সুযোগ পেলেও সুরভি আকন্দ প্রীতি বল পাঠিয়েছেন পোস্টের বাইরে।
বরং ১৪ মিনিটে বাংলাদেশ শিবিরকে স্তব্ধ করে এগিয়ে যায় নেপাল। বাংলাদেশি ডিফেন্ডার অনন্য মুরমু বক্সের ভেতর বল বিপদমুক্ত করতে না পারায় বাইরে থেকে শটের ভালো সুযোগ পান সুশীলা কেসি। তাঁর উড়িয়ে দেওয়া শট বাংলাদেশ গোলরক্ষক সংগীতা রানী দাসের মাথার ওপর দিয়ে জড়ায় জালে।
২৩ মিনিটে সমতা ফেরানোর দারুণ একটা সুযোগ নষ্ট হয় বাংলাদেশের। জয়নব বিবি রিতার কর্নার থেকে বল পোস্টে হেড করেছিলেন অধিনায়ক রুমা আক্তার। গোল লাইন থেকে আরেক হেডে বিপদমুক্ত করেন সিমরান রায়।
৩৮ মিনিটে বক্সে আরেকটি সুযোগ নষ্ট বাংলাদেশের। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে পোস্টের বদলে সতীর্থ সুলতানা আক্তারের গায়ে বল মারেন সুরভি।
হতাশার প্রথমার্ধ শেষে দুই ডিফেন্ডারের কল্যাণে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে বাংলাদেশ। ৫৪ মিনিটে জয়নব বিবির কর্নার থেকে অধিনায়ক রুমার হেড জালে জড়ালে খেলায় ফেরে স্বাগতিকেরা।
৬১ মিনিটেও সম্ভাবনা ছিল গোলের। বক্সের বাইরে থেকে নুসরাত জাহান মিতুর জোরালো শট পোস্টে থাকলে এগিয়ে যেতে পারত বাংলাদেশ।
এরপর ৮৯ মিনিটে পেনাল্টি নষ্ট করলেন জয়নব। ম্যাচের পর এতটাই ভেঙে পড়লেন দলের সহ অধিনায়ক যে বেশ কিছুদিন পর তাঁকে মাঠ থেকে তুলে আনতে এগিয়ে আসলেন অধিনায়ক রুমা আক্তার। দলের হতাশার চিত্র হয়ে রইল অধিনায়ক, সহ অধিনায়কের ভেঙে পড়ার এই দৃশ্য।
শিরোপার স্বপ্ন যখন সরে যাচ্ছিল ধীরে ধীরে তখনই এল ম্যাচ জেতার সেরা সুযোগ। ৮৯ মিনিটে তৃষ্ণা রানীর শটে নিজেদের বক্সে হ্যান্ডবল করে বসলেন ডিফেন্ডার বিপানা স্নেহি। পেনাল্টি পেয়ে রীতিমতো ম্যাচ জয়ের উল্লাস করলেন বাংলাদেশের ফুটবলাররা!
তাতেই যেন স্নায়ুচাপ পেয়ে বসল পেনাল্টি নিতে আসা সহ-অধিনায়ক জয়নব বিবিকে। শট নিতে গিয়ে ভেঙে পড়লেন চাপে। সেটাই হলো কাল। যে শটটা নিলেন জয়নব বিবি সেটা সহজেই ঠেকিয়ে দিলেন নেপালি গোলরক্ষক সুজাতা তামাং। শিরোপা হাতের কাছে পেয়েও ফেলে দিল বাংলাদেশ।
নেপাল ও ভুটানকে নিয়ে তিন দেশের সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে শিরোপার সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশের মেয়েদের সামনে। ভুটানের বিপক্ষে একপেশে খেলে দুই ম্যাচে ১৭ গোল দিলেও বাংলাদেশের আক্রমণ বারবার মার খেল নেপালের রক্ষণের কাছে। প্রথম ম্যাচ ১-০ গোল হেরেছিল বাংলাদেশ। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ মাঠ ভর্তি দর্শকের সামনে একই দলের সঙ্গে ১-১ গোলে ড্র করে পুনরুদ্ধার করা হলো না অনূর্ধ্ব-১৫ সাফ। বাংলাদেশের মাঠ থেকে নারী ফুটবলে প্রথম সাফ জিতে নিল নেপাল।
শিরোপা জিততে হলে নেপালের বিপক্ষে জিততেই হতো বাংলাদেশকে। সেটা যেকোনো ব্যবধানেই। কিন্তু এলোপাতাড়ি ফুটবল, অভাব পরিকল্পনা আর ফিনিশিংয়ে সুযোগের পর সুযোগ নষ্টের পর নেপালের বিপক্ষে গোল এল ঠিকই কিন্তু শিরোপার জন্য দরকার ছিল যা সবচেয়ে বেশি সেটাই হলো না। চার ম্যাচে ১০ পয়েন্টে নারী ফুটবলে সাফ জিতল নেপাল। ২০১৭ সালের পর আরও এক হতাশা বাংলাদেশের কিশোরীদের।
ভুটানকে ৯-০ গোলে উড়িয়ে দেওয়া একাদশকে অপরিবর্তিত রেখেই নেপালের বিপক্ষে শেষ ম্যাচের একাদশ সাজান বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন। এলোপাতাড়ি প্রথম ১০ মিনিটের পর প্রথম সুযোগ বাংলাদেশের। ১১ মিনিটে বক্সের বাইরে থেকে শটের ভালো সুযোগ পেলেও সুরভি আকন্দ প্রীতি বল পাঠিয়েছেন পোস্টের বাইরে।
বরং ১৪ মিনিটে বাংলাদেশ শিবিরকে স্তব্ধ করে এগিয়ে যায় নেপাল। বাংলাদেশি ডিফেন্ডার অনন্য মুরমু বক্সের ভেতর বল বিপদমুক্ত করতে না পারায় বাইরে থেকে শটের ভালো সুযোগ পান সুশীলা কেসি। তাঁর উড়িয়ে দেওয়া শট বাংলাদেশ গোলরক্ষক সংগীতা রানী দাসের মাথার ওপর দিয়ে জড়ায় জালে।
২৩ মিনিটে সমতা ফেরানোর দারুণ একটা সুযোগ নষ্ট হয় বাংলাদেশের। জয়নব বিবি রিতার কর্নার থেকে বল পোস্টে হেড করেছিলেন অধিনায়ক রুমা আক্তার। গোল লাইন থেকে আরেক হেডে বিপদমুক্ত করেন সিমরান রায়।
৩৮ মিনিটে বক্সে আরেকটি সুযোগ নষ্ট বাংলাদেশের। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে পোস্টের বদলে সতীর্থ সুলতানা আক্তারের গায়ে বল মারেন সুরভি।
হতাশার প্রথমার্ধ শেষে দুই ডিফেন্ডারের কল্যাণে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে বাংলাদেশ। ৫৪ মিনিটে জয়নব বিবির কর্নার থেকে অধিনায়ক রুমার হেড জালে জড়ালে খেলায় ফেরে স্বাগতিকেরা।
৬১ মিনিটেও সম্ভাবনা ছিল গোলের। বক্সের বাইরে থেকে নুসরাত জাহান মিতুর জোরালো শট পোস্টে থাকলে এগিয়ে যেতে পারত বাংলাদেশ।
এরপর ৮৯ মিনিটে পেনাল্টি নষ্ট করলেন জয়নব। ম্যাচের পর এতটাই ভেঙে পড়লেন দলের সহ অধিনায়ক যে বেশ কিছুদিন পর তাঁকে মাঠ থেকে তুলে আনতে এগিয়ে আসলেন অধিনায়ক রুমা আক্তার। দলের হতাশার চিত্র হয়ে রইল অধিনায়ক, সহ অধিনায়কের ভেঙে পড়ার এই দৃশ্য।
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
১১ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
১২ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
১৩ ঘণ্টা আগে