জাদুকর ক্লপের ‘বৃত্তপূরণ’
১৯৯০ সালে সর্বশেষ লিগ শিরোপা, ২০০৫ সালে চ্যাম্পিয়নস লিগ—২০১৫ সালে ইয়ুর্গেন ক্লপ দায়িত্ব নেওয়ার আগপর্যন্ত এমনই দুর্দশা ছিল লিভারপুলের। বড় শিরোপা দূরে থাক, ছোট শিরোপা জিততেই সংগ্রাম করতে হচ্ছিল ‘অল রেড’দের। অতীতের গরিমা হারিয়ে লিভারপুল তখন যেন নামসর্বস্ব একটি দল। দিশেহারা সেই দলকে পথে ফেরাতে ক্লপের অব