লিওনেল মেসির নামের পাশে রেকর্ডের কমতি নেই। বিশ্ব ফুটবলের অসংখ্য রেকর্ড নিজের দখলে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। এখন আরেকটি রেকর্ড মেসির দুয়ারে কড়া নাড়ছে। সেটি হলো সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ড, যে রেকর্ড এই মুহূর্ত মেসির সাবেক সতীর্থ দানি আলভেজের দখলে আছে। তবে ‘এলএম টেন’-এর সুযোগ আছে আলভেজকে ছাড়িয়ে যাওয়ার।
সাবেক বার্সা ও প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা আলভেজ এখন পর্যন্ত ৪৩টি শিরোপা নিজের করে নিয়েছেন। আন্তর্জাতিক ও ক্লাব মিলিয়েই এই ট্রফিগুলো জিতেছেন ব্রাজিল তারকা আলভেজ। আর বর্তমানে মেসি আলভেজের চেয়ে দুটি শিরোপায় পিছিয়ে আছেন। নঁতের বিপক্ষে ফরাসি সুপার কাপের শিরোপা জেতার পর মেসির শিরোপা এখন ৪১।
লিগ ওয়ানে পিএসজির দাপটের কারণে মেসির শীর্ষে ওঠার দারুণ সুযোগ রয়েছে। হয়তো আগামী মৌসুম শেষেই আলভেজকে ছাড়িয়ে যেতে পারেন মেসি। এর মাঝে অবশ্য মেসির জন্য অপেক্ষা করছে বিশ্বকাপও। যে ট্রফির জন্য উন্মুখ হয়ে আছেন তিনি। কাতারে শিরোপা উঁচিয়ে ধরে মেসির সুযোগ আছে আলভেজের আরও কাছাকাছি যাওয়ার।
তবে এর মাঝে আলভেজেরও সুযোগ আছে নিজের রেকর্ডটি আরও বাড়িয়ে নেওয়ার। সেটি হলে মেসির অপেক্ষা আরও বাড়তে পারে। জমতে পারে মেসি-আলভেজ লড়াইও। তবে এ মুহূর্তে তালিকায় এই দুজনকে টেক্কা দেওয়ার সুযোগ নেই অন্য কারও। ৩৭ শিরোপা নিয়ে তৃতীয় স্থানে থাকা আন্দ্রেস ইনিয়েস্তা ফুটবল ছেড়েছেন আরও আগে। চার নম্বরে থাকা জেরার্ড পিকের শিরোপা ৩৬ আর পাঁচে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোর শিরোপা ৩৪টি।
লিওনেল মেসির নামের পাশে রেকর্ডের কমতি নেই। বিশ্ব ফুটবলের অসংখ্য রেকর্ড নিজের দখলে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। এখন আরেকটি রেকর্ড মেসির দুয়ারে কড়া নাড়ছে। সেটি হলো সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ড, যে রেকর্ড এই মুহূর্ত মেসির সাবেক সতীর্থ দানি আলভেজের দখলে আছে। তবে ‘এলএম টেন’-এর সুযোগ আছে আলভেজকে ছাড়িয়ে যাওয়ার।
সাবেক বার্সা ও প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা আলভেজ এখন পর্যন্ত ৪৩টি শিরোপা নিজের করে নিয়েছেন। আন্তর্জাতিক ও ক্লাব মিলিয়েই এই ট্রফিগুলো জিতেছেন ব্রাজিল তারকা আলভেজ। আর বর্তমানে মেসি আলভেজের চেয়ে দুটি শিরোপায় পিছিয়ে আছেন। নঁতের বিপক্ষে ফরাসি সুপার কাপের শিরোপা জেতার পর মেসির শিরোপা এখন ৪১।
লিগ ওয়ানে পিএসজির দাপটের কারণে মেসির শীর্ষে ওঠার দারুণ সুযোগ রয়েছে। হয়তো আগামী মৌসুম শেষেই আলভেজকে ছাড়িয়ে যেতে পারেন মেসি। এর মাঝে অবশ্য মেসির জন্য অপেক্ষা করছে বিশ্বকাপও। যে ট্রফির জন্য উন্মুখ হয়ে আছেন তিনি। কাতারে শিরোপা উঁচিয়ে ধরে মেসির সুযোগ আছে আলভেজের আরও কাছাকাছি যাওয়ার।
তবে এর মাঝে আলভেজেরও সুযোগ আছে নিজের রেকর্ডটি আরও বাড়িয়ে নেওয়ার। সেটি হলে মেসির অপেক্ষা আরও বাড়তে পারে। জমতে পারে মেসি-আলভেজ লড়াইও। তবে এ মুহূর্তে তালিকায় এই দুজনকে টেক্কা দেওয়ার সুযোগ নেই অন্য কারও। ৩৭ শিরোপা নিয়ে তৃতীয় স্থানে থাকা আন্দ্রেস ইনিয়েস্তা ফুটবল ছেড়েছেন আরও আগে। চার নম্বরে থাকা জেরার্ড পিকের শিরোপা ৩৬ আর পাঁচে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোর শিরোপা ৩৪টি।
পাকিস্তানি ক্রিকেটারদের বিদেশি লিগে খেলা বন্ধ করল দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হারার পরই এই সিদ্ধান্ত নেয় সংস্থাটি–প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১ ঘণ্টা আগেজাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি–টোয়েন্টি আসরে টানা দুই হারের পর অবশেষে জয়ের দেখা পেল গতবারের রানার্সআপ ঢাকা মহানগর। দলে প্রথমবার সুযোগ পেয়েই অলরাউন্ড নৈপুণ্যে আলো ছড়ালেন আইচ মোল্লা।
২ ঘণ্টা আগেআগামী ডিসেম্বের ৩৯–এ পা দেবেন আসিফ আফ্রিদি। এই বয়সে অবসর নিয়ে অনেকেই পুরোদস্তুর কোচিং, ধারাভাষ্যকার বা ক্রিকেট সংশ্লিষ্ট অন্য কিছুতে জড়িয়ে পড়েন। তবে আফ্রিদির ক্ষেত্রে হলো তার বিপরীত কিছু। ৩৮ বছর বয়সে এসে প্রথমবারের মতো পাকিস্তান দলে ডাক পেলেন তিনি।
২ ঘণ্টা আগেএশিয়া কাপের ব্যর্থতার নিয়ে অবশেষে নিরবতা ভাঙলেন বাংলাদেশ টি–টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। ফাইনালে উঠতে না পারায় ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। একই সঙ্গে আশার কথাও শুনিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
৩ ঘণ্টা আগে