ক্রিকেটে ১ রানের জয় কম নেই। গত সপ্তাহে পিএসএলের ফাইনালে মুলতান সুলতানকে ১ রানে হারিয়ে শিরোপা জিতেছে লাহোর কালান্দার্স। তেমন আরেকটি ম্যাচের মীমাংসা হলো হারারেতে। আজ নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরল স্বাগতিকেরা।
জয়ের জন্য শেষ ওভারে ডাচদের দরকার ছিল ১৯ রান। হাতে ছিল মাত্র ১ উইকেট। কিন্তু অসাধ্যসাধন করতে পারেনি নেদারল্যান্ডস। টেন্ডাই চাতারাকে প্রথম বলে চার মেরে জয়ের পাল্লাটা নিজেদের নিয়ে গিয়েছিলেন রায়ান ক্লেইন। পঞ্চম বলে ফ্রেড ক্লাসেন ছয় হাঁকিয়ে ব্যবধানটা আরও কমিয়ে আনেন।
শেষ বলে আরেকটি চার মারলেই জয়ের সঙ্গে এক ম্যাচ হাতে রেখে সিরিজটাও নিজেদের করে নিতে পারত ডাচরা। কিন্তু সেটি আর করতে পারেনি। বাউন্ডারি হাঁকাতে না পারায় দৌড়ে রান নিচ্ছিলেন ক্লাসেন ও ক্লেইন। ২ রান নিতে পারলেও জয়ের কাজটা আরা সারতে পারেননি তাঁরা। রানআউট হোন ক্লেইন। ২৭২ রানের লক্ষ্য তাড়া করা ডাচরা অলআউট হয় ২৭০ রানে।
শেষের এই রোমাঞ্চের আগে ম্যাচের মোড়টা ঘুরিয়ে দিয়েছিলেন ওয়েসলি মাধেভেরে। ব্যাট হাতে ৪৩ রান করে জিম্বাবুয়ের শক্ত ভিতটা গড়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এরপর বোলিংয়ে এসে করলেন হ্যাটট্রিক। ১৫ ওভার বাকি থাকতে ২ উইকেটে ১৬৬ রান করে জয়ের সুবাস পাচ্ছিল ডাচরা। সেখান থেকে ২১৩ রানে নেই ৬ উইকেট। ৪৪ তম ওভারের প্রথম তিন বলে টানা তিন ব্যাটারকে ফেরান মাধেভেরে। ম্যাচসেরাও তিনি।
জিম্বাবুয়ের জয়ে বড় অবদান রাখেন সিকান্দার রাজাও। ৮১ রান করা ওপেনার ম্যাক্স ও’ডাউডকে না ফেরালে জয় পাওয়া মুশকিল হয়ে পড়ত তাদের। ৩ উইকেট নিয়েছেন রাজাও।
ক্রিকেটে ১ রানের জয় কম নেই। গত সপ্তাহে পিএসএলের ফাইনালে মুলতান সুলতানকে ১ রানে হারিয়ে শিরোপা জিতেছে লাহোর কালান্দার্স। তেমন আরেকটি ম্যাচের মীমাংসা হলো হারারেতে। আজ নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরল স্বাগতিকেরা।
জয়ের জন্য শেষ ওভারে ডাচদের দরকার ছিল ১৯ রান। হাতে ছিল মাত্র ১ উইকেট। কিন্তু অসাধ্যসাধন করতে পারেনি নেদারল্যান্ডস। টেন্ডাই চাতারাকে প্রথম বলে চার মেরে জয়ের পাল্লাটা নিজেদের নিয়ে গিয়েছিলেন রায়ান ক্লেইন। পঞ্চম বলে ফ্রেড ক্লাসেন ছয় হাঁকিয়ে ব্যবধানটা আরও কমিয়ে আনেন।
শেষ বলে আরেকটি চার মারলেই জয়ের সঙ্গে এক ম্যাচ হাতে রেখে সিরিজটাও নিজেদের করে নিতে পারত ডাচরা। কিন্তু সেটি আর করতে পারেনি। বাউন্ডারি হাঁকাতে না পারায় দৌড়ে রান নিচ্ছিলেন ক্লাসেন ও ক্লেইন। ২ রান নিতে পারলেও জয়ের কাজটা আরা সারতে পারেননি তাঁরা। রানআউট হোন ক্লেইন। ২৭২ রানের লক্ষ্য তাড়া করা ডাচরা অলআউট হয় ২৭০ রানে।
শেষের এই রোমাঞ্চের আগে ম্যাচের মোড়টা ঘুরিয়ে দিয়েছিলেন ওয়েসলি মাধেভেরে। ব্যাট হাতে ৪৩ রান করে জিম্বাবুয়ের শক্ত ভিতটা গড়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এরপর বোলিংয়ে এসে করলেন হ্যাটট্রিক। ১৫ ওভার বাকি থাকতে ২ উইকেটে ১৬৬ রান করে জয়ের সুবাস পাচ্ছিল ডাচরা। সেখান থেকে ২১৩ রানে নেই ৬ উইকেট। ৪৪ তম ওভারের প্রথম তিন বলে টানা তিন ব্যাটারকে ফেরান মাধেভেরে। ম্যাচসেরাও তিনি।
জিম্বাবুয়ের জয়ে বড় অবদান রাখেন সিকান্দার রাজাও। ৮১ রান করা ওপেনার ম্যাক্স ও’ডাউডকে না ফেরালে জয় পাওয়া মুশকিল হয়ে পড়ত তাদের। ৩ উইকেট নিয়েছেন রাজাও।
পাকিস্তানি ক্রিকেটারদের বিদেশি লিগে খেলা বন্ধ করল দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হারার পরই এই সিদ্ধান্ত নেয় সংস্থাটি–প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১ ঘণ্টা আগেজাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি–টোয়েন্টি আসরে টানা দুই হারের পর অবশেষে জয়ের দেখা পেল গতবারের রানার্সআপ ঢাকা মহানগর। দলে প্রথমবার সুযোগ পেয়েই অলরাউন্ড নৈপুণ্যে আলো ছড়ালেন আইচ মোল্লা।
২ ঘণ্টা আগেআগামী ডিসেম্বের ৩৯–এ পা দেবেন আসিফ আফ্রিদি। এই বয়সে অবসর নিয়ে অনেকেই পুরোদস্তুর কোচিং, ধারাভাষ্যকার বা ক্রিকেট সংশ্লিষ্ট অন্য কিছুতে জড়িয়ে পড়েন। তবে আফ্রিদির ক্ষেত্রে হলো তার বিপরীত কিছু। ৩৮ বছর বয়সে এসে প্রথমবারের মতো পাকিস্তান দলে ডাক পেলেন তিনি।
২ ঘণ্টা আগেএশিয়া কাপের ব্যর্থতার নিয়ে অবশেষে নিরবতা ভাঙলেন বাংলাদেশ টি–টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। ফাইনালে উঠতে না পারায় ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। একই সঙ্গে আশার কথাও শুনিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
৩ ঘণ্টা আগে