ক্রিকেটে ১ রানের জয় কম নেই। গত সপ্তাহে পিএসএলের ফাইনালে মুলতান সুলতানকে ১ রানে হারিয়ে শিরোপা জিতেছে লাহোর কালান্দার্স। তেমন আরেকটি ম্যাচের মীমাংসা হলো হারারেতে। আজ নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরল স্বাগতিকেরা।
জয়ের জন্য শেষ ওভারে ডাচদের দরকার ছিল ১৯ রান। হাতে ছিল মাত্র ১ উইকেট। কিন্তু অসাধ্যসাধন করতে পারেনি নেদারল্যান্ডস। টেন্ডাই চাতারাকে প্রথম বলে চার মেরে জয়ের পাল্লাটা নিজেদের নিয়ে গিয়েছিলেন রায়ান ক্লেইন। পঞ্চম বলে ফ্রেড ক্লাসেন ছয় হাঁকিয়ে ব্যবধানটা আরও কমিয়ে আনেন।
শেষ বলে আরেকটি চার মারলেই জয়ের সঙ্গে এক ম্যাচ হাতে রেখে সিরিজটাও নিজেদের করে নিতে পারত ডাচরা। কিন্তু সেটি আর করতে পারেনি। বাউন্ডারি হাঁকাতে না পারায় দৌড়ে রান নিচ্ছিলেন ক্লাসেন ও ক্লেইন। ২ রান নিতে পারলেও জয়ের কাজটা আরা সারতে পারেননি তাঁরা। রানআউট হোন ক্লেইন। ২৭২ রানের লক্ষ্য তাড়া করা ডাচরা অলআউট হয় ২৭০ রানে।
শেষের এই রোমাঞ্চের আগে ম্যাচের মোড়টা ঘুরিয়ে দিয়েছিলেন ওয়েসলি মাধেভেরে। ব্যাট হাতে ৪৩ রান করে জিম্বাবুয়ের শক্ত ভিতটা গড়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এরপর বোলিংয়ে এসে করলেন হ্যাটট্রিক। ১৫ ওভার বাকি থাকতে ২ উইকেটে ১৬৬ রান করে জয়ের সুবাস পাচ্ছিল ডাচরা। সেখান থেকে ২১৩ রানে নেই ৬ উইকেট। ৪৪ তম ওভারের প্রথম তিন বলে টানা তিন ব্যাটারকে ফেরান মাধেভেরে। ম্যাচসেরাও তিনি।
জিম্বাবুয়ের জয়ে বড় অবদান রাখেন সিকান্দার রাজাও। ৮১ রান করা ওপেনার ম্যাক্স ও’ডাউডকে না ফেরালে জয় পাওয়া মুশকিল হয়ে পড়ত তাদের। ৩ উইকেট নিয়েছেন রাজাও।
ক্রিকেটে ১ রানের জয় কম নেই। গত সপ্তাহে পিএসএলের ফাইনালে মুলতান সুলতানকে ১ রানে হারিয়ে শিরোপা জিতেছে লাহোর কালান্দার্স। তেমন আরেকটি ম্যাচের মীমাংসা হলো হারারেতে। আজ নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরল স্বাগতিকেরা।
জয়ের জন্য শেষ ওভারে ডাচদের দরকার ছিল ১৯ রান। হাতে ছিল মাত্র ১ উইকেট। কিন্তু অসাধ্যসাধন করতে পারেনি নেদারল্যান্ডস। টেন্ডাই চাতারাকে প্রথম বলে চার মেরে জয়ের পাল্লাটা নিজেদের নিয়ে গিয়েছিলেন রায়ান ক্লেইন। পঞ্চম বলে ফ্রেড ক্লাসেন ছয় হাঁকিয়ে ব্যবধানটা আরও কমিয়ে আনেন।
শেষ বলে আরেকটি চার মারলেই জয়ের সঙ্গে এক ম্যাচ হাতে রেখে সিরিজটাও নিজেদের করে নিতে পারত ডাচরা। কিন্তু সেটি আর করতে পারেনি। বাউন্ডারি হাঁকাতে না পারায় দৌড়ে রান নিচ্ছিলেন ক্লাসেন ও ক্লেইন। ২ রান নিতে পারলেও জয়ের কাজটা আরা সারতে পারেননি তাঁরা। রানআউট হোন ক্লেইন। ২৭২ রানের লক্ষ্য তাড়া করা ডাচরা অলআউট হয় ২৭০ রানে।
শেষের এই রোমাঞ্চের আগে ম্যাচের মোড়টা ঘুরিয়ে দিয়েছিলেন ওয়েসলি মাধেভেরে। ব্যাট হাতে ৪৩ রান করে জিম্বাবুয়ের শক্ত ভিতটা গড়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এরপর বোলিংয়ে এসে করলেন হ্যাটট্রিক। ১৫ ওভার বাকি থাকতে ২ উইকেটে ১৬৬ রান করে জয়ের সুবাস পাচ্ছিল ডাচরা। সেখান থেকে ২১৩ রানে নেই ৬ উইকেট। ৪৪ তম ওভারের প্রথম তিন বলে টানা তিন ব্যাটারকে ফেরান মাধেভেরে। ম্যাচসেরাও তিনি।
জিম্বাবুয়ের জয়ে বড় অবদান রাখেন সিকান্দার রাজাও। ৮১ রান করা ওপেনার ম্যাক্স ও’ডাউডকে না ফেরালে জয় পাওয়া মুশকিল হয়ে পড়ত তাদের। ৩ উইকেট নিয়েছেন রাজাও।
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
৭ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
১২ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
১৩ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
১৪ ঘণ্টা আগে