স্কুলে ঢুকে বহিরাগতদের হামলা, ২২ ছাত্র আহত
বগুড়ার শিবগঞ্জের ধাওয়াগীর বহুমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ছাত্র ও প্রধান শিক্ষকের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে বহিরাগতরা শ্রেণিকক্ষে ঢুকে হামলা চালায়। এতে ২২ শিক্ষার্থী আহত হয়। অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষকের ইন্ধনে এ হামলা চালানো হয়।