Ajker Patrika

১১ বছর পর শিবগঞ্জে বিএনপির সম্মেলন আজ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১১: ৪৫
১১ বছর পর শিবগঞ্জে বিএনপির সম্মেলন  আজ

১১ বছর পর আজ বুধবার অনুষ্ঠিত হবে বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন। দীর্ঘ সময় পর অনুষ্ঠিতব্য এ সম্মেলন ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে দলটির নেতা-কর্মীদের মধ্যে।

আজ বুধবার বেলা ৩টায় উপজেলার উথলী উচ্চবিদ্যালয় মাঠে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক মাস্টার আব্দুর রাজ্জাক। এর আগে ২০১০ সালে সর্বশেষ এই উপজেলায় বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়।

এবারের সম্মেলনে উপজেলার ১২টি ইউনিয়নের ৮৫২ জন কাউন্সিলর উপজেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পদের নেতা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। এ ছাড়া শিবগঞ্জ পৌর বিএনপির ৯টি ওয়ার্ডের মোট ৬৩৯ জন কাউন্সিলরও তাঁদের নতুন সেশনের নেতা নির্বাচিত করবেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক মাস্টার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়। সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, বিএনপির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন এমপি ও জেলা বিএনপির সদস্য এমআর ইসলাম স্বাধীনসহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতারা বক্তব্য দেবেন।

শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ইদ্রিস আলী বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ সম্মেলনের মাধ্যমে স্থানীয় নেতা-কর্মীদের পছন্দের একটি কমিটি গঠন করা হবে, যা আগামী দিনে দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

পাকিস্তানের ভয়ে যুদ্ধের ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করতে চায় না ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত