Ajker Patrika

স্কুলে নতুন বই আনতে গিয়ে নিখোঁজ ৩ ছাত্রী, অপহরণের অভিযোগ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
স্কুলে নতুন বই আনতে গিয়ে নিখোঁজ ৩ ছাত্রী, অপহরণের অভিযোগ

বগুড়ার শিবগঞ্জে স্কুলে নতুন বই আনতে গিয়ে তিন ছাত্রী নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। তারা উপজেলার একটি বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়াশোনা করে।

গত শনিবার (১ ডিসেম্বর) উপজেলার মোকামতলা বন্দর থেকে ওই ছাত্রীরা নিখোঁজ হয়। এ ঘটনায় অপহরণের অভিযোগ এনে অভিভাবকেরা তিন যুবকের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। আজ সোমবার বিকেল পর্যন্ত তাদের সন্ধান পায়নি পুলিশ।

অভিযুক্ত যুবকেরা হলেন, উপজেলার মুরাদপুর গ্রামের সাকিল আহম্মেদ (২২), শংকরপুর গ্রামের রবিন শেখ (২৩) ও অভিরামপুর এলাকার জাবির ইসলাম (২২)।

স্থানীয়রা জানান, গত শনিবার নতুন শিক্ষাবর্ষের বই আনতে বিদ্যালয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় তিন শিক্ষার্থী। এরপর থেকে তিনজনই নিখোঁজ।

এক অভিভাবক জানান, এলাকার বখাটে যুবকেরা মেয়েদের অপহরণ করে নিয়ে গেছে। মেয়েদের উদ্ধার চেয়ে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

আজ বিকেলে শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘তিন ছাত্রীকে অপহরণের অভিযোগে তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সাহায্যে একজনের অবস্থান নিশ্চিত হওয়া গেছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত