এল শাকিব খানের ঈদের দুই সিনেমার প্রথম ঝলক
এগিয়ে আসছে ঈদ। বাড়ছে ঈদের সিনেমা নিয়ে আলোচনা। ঈদে মুক্তির জন্য এখন পর্যন্ত চারটি সিনেমার নাম জমা পড়েছে প্রযোজক পরিবেশ সমিতিতে। সমিতির অফিস সচিব সৌমেন রায় বাবু জানিয়েছেন, ‘বিদ্রোহী’, ‘শান’, ‘গলুই’ ও ‘বড্ড ভালোবাসি’— এ চার সিনেমার প্রযোজক আবেদন করছেন। এখনও ঈদের বাকি আছে প্রায় এক মাস, তাই সংখ্যাটি আরও