Ajker Patrika

সিনেমা প্রস্তুত, মুক্তিতে অনীহা

আপডেট : ০৭ জুলাই ২০২২, ০৮: ৪২
সিনেমা প্রস্তুত, মুক্তিতে অনীহা

আসন্ন পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে না শাকিব খানের কোনো সিনেমা। শাকিব বলেন, ‘দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথম কোরবানির ঈদে আমার সিনেমা মুক্তি পাচ্ছে না। এটা সত্যিই কষ্টের আর মন খারাপ করা সংবাদ আমার জন্য।’ ঈদে মুক্তির আলোচনায় ছিল শাকিবের দুই সিনেমা; ‘লিডার: আমিই বাংলাদেশ’ ও ‘অন্তরাত্মা’। সিনেমা দুটি মুক্তি না পাওয়ার পেছনে প্রযোজনা প্রতিষ্ঠানকে দুষছেন শাকিব। তিনি বলেন, ‘অনেক শিক্ষা হয়েছে। এরপর সিনেমা হাতে নিলে আগে মুক্তির তারিখ নির্ধারণ করে নেব।’

ঢালিউডের অনেক নায়ক, পরিচালক, প্রযোজকেরই পাঁচ থেকে সাতটি করে সিনেমা বছরের পর বছর মুক্তির অপেক্ষায় পড়ে আছে। পুরোনো সিনেমা মুক্তির আগেই নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েন শিল্পী-কলাকুশলীরা। আগের সিনেমার মুক্তি নিয়ে ভাবনা নেই কারও।

এবার ঈদে মাত্র তিনটি সিনেমা মুক্তি পাচ্ছে। শাকিব খান, আরিফিন শুভ, বাপ্পী চৌধুরী, সিয়াম আহমেদ, নিরব, ইমন, সাইমনদের কোনো সিনেমা নেই। অনেকেই ভেবেছিলেন এবার ঈদে সিনেমা মুক্তি দেওয়া নিয়ে হতে পারে দর-কষাকষি। কিন্তু এমনই ক্লাসরুম, যেখানে ছাত্রই তিনজন। সেখান থেকেই দর্শক-পরিবেশকেরা বেছে নেবেন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী।

মুক্তি পাওয়ার কথা থাকলেও ঈদে আসছে না বাপ্পী ও জাহারা মিতু অভিনীত ‘কুস্তিগীর’রায়হান রাফি পরিচালিত ‘পরান’ সিনেমাটি মুক্তি পাচ্ছে ঈদে। এরই মধ্যে ‘দামাল’ ও ‘নূর’ নামের দুটি সিনেমার শুটিং শেষ করে ফেলেছেন রাফি। পরিচালক সৈকত নাসিরের ‘ক্যাসিনো’ ও ‘বর্ডার’ আছে মুক্তির অপেক্ষায়। আটকে থাকা সিনেমার তালিকায় আছে অনন্য মামুনের ‘রেডিও’ ও ‘জাহানারা’। এই পরিচালক ‘মিষ্টির প্যাকেট’ ও ‘ছাত্রনেতা’ নামে দুটি নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন।

মুক্তির অপেক্ষায় আছে ‘ওস্তাদ’, ‘পোস্টার’, ‘কয়লা’, ‘ক্যাসিনো’, ‘যন্ত্রণা’, ‘৫৭০’, ‘ডেঞ্জার জোন’, ‘প্রেমের বাঁধন’, ‘জয় বাংলা’, ‘কুস্তিগীর’, ‘শত্রু’সহ আরও অনেক সিনেমা।

শাপলা মিডিয়ার প্রায় ৪০টি সিনেমা সেন্সর ছাড়পত্র পেয়ে মুক্তির অপেক্ষায় আছে। প্রতিষ্ঠানটির হেড অব প্রোডাকশন অপূর্ব রায় বলেন, ‘গত ঈদে ‘‘বিদ্রোহী”র মতো বড় বাজেটের সিনেমায় আমরা লোকসান গুনেছি। সিনেমা থেকে এখন কোনোভাবেই ব্যবসা করা যাচ্ছে না। পোস্টারের টাকা উঠবে কি না, সেই ভয় নিয়ে সিনেমা মুক্তি দিতে হয়। তাই শুধু সিনেমা হলের ওপর ভরসা করে সিনেমা মুক্তি দেওয়া মুশকিল হয়ে পড়ছে।’

অনেকেই মনে করছেন, চলচ্চিত্র অঙ্গনে এখন যে অবস্থা, তাতে মুক্তি দিলেও মুখথুবড়ে পড়বে সিনেমা। ‘ফ্লপ’ তকমা লেগে গেলে ওই সিনেমার পরিচালকের কাজ পেতে সমস্যা হয় বলে জানিয়েছেন কেউ কেউ। তাই অনেক পরিচালকই আগ্রহ দেখাচ্ছেন না ছবি মুক্তির ব্যাপারে। লাভ-ক্ষতির হিসেব কষে সিনেমা মুক্তির পুরো দায়িত্বই নিতে হচ্ছে প্রযোজকদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত