Ajker Patrika

ভুল থেকে শিক্ষা নিয়েছি: শাকিব

ভুল থেকে শিক্ষা নিয়েছি: শাকিব

১৯৯৯ সালের ২৮ মে মুক্তি পেয়েছিল শাকিব খান অভিনীত প্রথম সিনেমা ‘অনন্ত ভালোবাসা’। তবে তিনি প্রথম নজর কাড়েন ২০০৫ সালে, ‘আমার স্বপ্ন তুমি’ সিনেমার মাধ্যমে। এরপর ‘কোটি টাকার কাবিন’ থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি ঢাকাই সিনেমার এই সুপারস্টারকে। গতকাল পূর্ণ হলো শাকিব খানের ক্যারিয়ারের ২৩ বছর।

শাকিবের ক্যারিয়ারের শুরুর দিকটা মসৃণ ছিল না। চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নানা ঘাত-প্রতিঘাত মোকাবিলা করে আজকের এই  অবস্থান অর্জন করেছেন তিনি। ক্যারিয়ারের ২৩ বছর পূর্তিতে সে কথা আরও একবার স্মরণ করলেন শাকিব। বর্তমানে তিনি রয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে শাকিব বলেন, ‘শুরুতে জানতাম না আমার ক্যারিয়ার কোন দিকে যাচ্ছে। প্রথম দিকে আমার অভিনীত চলচ্চিত্রগুলোও খুব বেশি সাফল্য পায়নি, তারপরও হাল ছাড়িনি। ভুল থেকে শিক্ষা নিয়েছি, ব্যর্থতাকে সাফল্যের মতো প্রাধান্য দিয়েছি।’

শাকিব বলেন, ‘আমি সব সময় কঠোর পরিশ্রম, কাজের প্রতি আন্তরিকতা ও সততায় বিশ্বাসী। হয়তো এ কারণেই আজ এই অবস্থানে পৌঁছেছি। আমি আনন্দিত এই ভেবে যে আমার কাজের মাধ্যমে মানুষকে বিনোদিত করতে পেরেছি এবং তাদের খুশি করতে পেরেছি।’

অভিনয়জীবনে আজ পর্যন্ত যেসব পরিচালক, প্রযোজক, সহশিল্পী এবং ক্যামেরার পেছনে থাকা কলাকুশলীর সঙ্গে কাজ করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাকিব বলেন, ‘আমার ২৩ বছরের ক্যারিয়ারে তাঁদের অবদান অসামান্য! বিশেষভাবে আমি আমার দর্শকদের কাছে কৃতজ্ঞ; যারা আমার সকল শক্তি ও অনুপ্রেরণার উৎস, তারা আমাকে এত বছর ভালোবাসা এবং সম্মান দিয়ে যাচ্ছে।’

ঈদুল ফিতরে শাকিব অভিনীত দুটি সিনেমা মুক্তি পায়। আগামী ঈদুল আজহায় তাঁর অভিনীত দুটি সিনেমা মুক্তির দৌড়ে রয়েছে। শাকিব অভিনীত ‘অন্তরাত্মা’ সিনেমাটি এবার ঈদে মুক্তির পরিকল্পনা করছেন বলে জানান প্রযোজক সোহানী হোসেন। প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, তপু খান পরিচালিত ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমাটিও ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত