ঢাকাই সিনেমায় এবার চরিত্র হয়ে দেখা দেবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। শফিক হাসান একটি সিনেমা বানাচ্ছেন, যার কেন্দ্রে থাকবেন কাজী নজরুল। সিনেমার নাম রাখা হয়েছে ‘বিদ্রোহী নজরুল’। এতে কবির জীবনের ১৪ বছর বয়স থেকে পরিণত বয়সের গল্প দেখানো হবে বলে জানিয়েছেন নির্মাতা। ‘বিদ্রোহী নজরুল’-এ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভূমিকায় অভিনয় করবেন শাকিব খান।
জানা গেছে, এর মধ্যে পরিচালক সমিতিতে ‘বিদ্রোহী নজরুল’ সিনেমাটির নাম নিবন্ধন করেছেন নির্মাতা। এ সিনেমায় অভিনয়ের ব্যাপারে শাকিব খানের সঙ্গে হোয়াটসঅ্যাপে নিয়মিত কথা হচ্ছে পরিচালক শফিক হাসানের। এ মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন শাকিব। ফিরেই তিনি চুক্তিবদ্ধ হবেন বলে জানা গেছে।
শফিক হাসান বলেন, ‘শাকিব খান যুক্তরাষ্ট্রে যাওয়ার আগেই এ সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার কথা ছিল। কিন্তু তখন আমি চিত্রনাট্য শেষ করতে পারিনি। তিনি দেশে ফিরেই আমার সিনেমায় চুক্তিবদ্ধ হবেন। প্রযোজকও সেভাবে প্রস্তুত আছেন। আশা করছি, জাতীয় কবির চরিত্রে শাকিবকে পছন্দ করবেন দর্শক।’ এর আগে শাকিব খানকে নিয়ে ‘ধূমকেতু’ সিনেমা বানিয়েছিলেন শফিক হাসান। দীর্ঘ ছয় বছর পর আবার শাকিবকে নিয়ে সিনেমা বানাতে যাচ্ছেন এই নির্মাতা।
‘বিদ্রোহী নজরুল’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন মুনির রেজা। সরকারি অনুদানের জন্য আবেদন করা হয়েছে। নির্মাতা জানিয়েছেন, এমন একটি ভালো বিষয়বস্তুর সিনেমা সরকারি অনুদান পাবে বলে আশা করছেন তিনি। তবে অনুদান না পেলেও সিনেমাটি নির্মাণে পিছপা হবেন না বলে জানিয়েছেন নির্মাতা।
শফিক হাসান বলেন, ‘সিনেমাটির পরিসর বেশ বড়। নজরুলের কৈশোর থেকে শুরু করে তাঁর কারামুক্তি পর্যন্ত আমার সিনেমার গল্প। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে শুটিং করার পরিকল্পনা করেছি। এমন একটি বিষয় নিয়ে সিনেমাটি হচ্ছে, যার জন্য আমাদের অনেক গবেষণার প্রয়োজন। আমরা চেষ্টার কোনো কমতি রাখছি না।’
২৫ এপ্রিল শাকিব খানের দেশে ফেরার কথা রয়েছে। ঈদে মুক্তি পাচ্ছে তাঁর দুটি সিনেমা—‘গলুই’ ও ‘বিদ্রোহী’। দেশে ফিরে এ দুটি সিনেমার প্রচারণায় অংশ নেবেন শাকিব। এস এ হক অলিক পরিচালিত ‘গলুই’ সিনেমায় শাকিবের নায়িকা পূজা চেরী, আর শাহীন সুমনের ‘বিদ্রোহী’তে বুবলী আছেন তাঁর সঙ্গে। দুটি সিনেমা নিয়েই আশাবাদী নির্মাতা, প্রযোজকেরা। এবার ঈদে বাংলা সিনেমার অনেক দিনের ব্যবসায়িক খরা কাটবে বলে আশা করছেন সিনেমাসংশ্লিষ্ট ব্যক্তিরা।
ঢাকাই সিনেমায় এবার চরিত্র হয়ে দেখা দেবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। শফিক হাসান একটি সিনেমা বানাচ্ছেন, যার কেন্দ্রে থাকবেন কাজী নজরুল। সিনেমার নাম রাখা হয়েছে ‘বিদ্রোহী নজরুল’। এতে কবির জীবনের ১৪ বছর বয়স থেকে পরিণত বয়সের গল্প দেখানো হবে বলে জানিয়েছেন নির্মাতা। ‘বিদ্রোহী নজরুল’-এ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভূমিকায় অভিনয় করবেন শাকিব খান।
জানা গেছে, এর মধ্যে পরিচালক সমিতিতে ‘বিদ্রোহী নজরুল’ সিনেমাটির নাম নিবন্ধন করেছেন নির্মাতা। এ সিনেমায় অভিনয়ের ব্যাপারে শাকিব খানের সঙ্গে হোয়াটসঅ্যাপে নিয়মিত কথা হচ্ছে পরিচালক শফিক হাসানের। এ মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন শাকিব। ফিরেই তিনি চুক্তিবদ্ধ হবেন বলে জানা গেছে।
শফিক হাসান বলেন, ‘শাকিব খান যুক্তরাষ্ট্রে যাওয়ার আগেই এ সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার কথা ছিল। কিন্তু তখন আমি চিত্রনাট্য শেষ করতে পারিনি। তিনি দেশে ফিরেই আমার সিনেমায় চুক্তিবদ্ধ হবেন। প্রযোজকও সেভাবে প্রস্তুত আছেন। আশা করছি, জাতীয় কবির চরিত্রে শাকিবকে পছন্দ করবেন দর্শক।’ এর আগে শাকিব খানকে নিয়ে ‘ধূমকেতু’ সিনেমা বানিয়েছিলেন শফিক হাসান। দীর্ঘ ছয় বছর পর আবার শাকিবকে নিয়ে সিনেমা বানাতে যাচ্ছেন এই নির্মাতা।
‘বিদ্রোহী নজরুল’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন মুনির রেজা। সরকারি অনুদানের জন্য আবেদন করা হয়েছে। নির্মাতা জানিয়েছেন, এমন একটি ভালো বিষয়বস্তুর সিনেমা সরকারি অনুদান পাবে বলে আশা করছেন তিনি। তবে অনুদান না পেলেও সিনেমাটি নির্মাণে পিছপা হবেন না বলে জানিয়েছেন নির্মাতা।
শফিক হাসান বলেন, ‘সিনেমাটির পরিসর বেশ বড়। নজরুলের কৈশোর থেকে শুরু করে তাঁর কারামুক্তি পর্যন্ত আমার সিনেমার গল্প। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে শুটিং করার পরিকল্পনা করেছি। এমন একটি বিষয় নিয়ে সিনেমাটি হচ্ছে, যার জন্য আমাদের অনেক গবেষণার প্রয়োজন। আমরা চেষ্টার কোনো কমতি রাখছি না।’
২৫ এপ্রিল শাকিব খানের দেশে ফেরার কথা রয়েছে। ঈদে মুক্তি পাচ্ছে তাঁর দুটি সিনেমা—‘গলুই’ ও ‘বিদ্রোহী’। দেশে ফিরে এ দুটি সিনেমার প্রচারণায় অংশ নেবেন শাকিব। এস এ হক অলিক পরিচালিত ‘গলুই’ সিনেমায় শাকিবের নায়িকা পূজা চেরী, আর শাহীন সুমনের ‘বিদ্রোহী’তে বুবলী আছেন তাঁর সঙ্গে। দুটি সিনেমা নিয়েই আশাবাদী নির্মাতা, প্রযোজকেরা। এবার ঈদে বাংলা সিনেমার অনেক দিনের ব্যবসায়িক খরা কাটবে বলে আশা করছেন সিনেমাসংশ্লিষ্ট ব্যক্তিরা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪