Ajker Patrika

জাতীয় কবির চরিত্রে শাকিব খান

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৪: ১৬
জাতীয় কবির চরিত্রে শাকিব খান

ঢাকাই সিনেমায় এবার চরিত্র হয়ে দেখা দেবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। শফিক হাসান একটি সিনেমা বানাচ্ছেন, যার কেন্দ্রে থাকবেন কাজী নজরুল। সিনেমার নাম রাখা হয়েছে ‘বিদ্রোহী নজরুল’। এতে কবির জীবনের ১৪ বছর বয়স থেকে পরিণত বয়সের গল্প দেখানো হবে বলে জানিয়েছেন নির্মাতা। ‘বিদ্রোহী নজরুল’-এ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভূমিকায় অভিনয় করবেন শাকিব খান।

জানা গেছে, এর মধ্যে পরিচালক সমিতিতে ‘বিদ্রোহী নজরুল’ সিনেমাটির নাম নিবন্ধন করেছেন নির্মাতা। এ সিনেমায় অভিনয়ের ব্যাপারে শাকিব খানের সঙ্গে হোয়াটসঅ্যাপে নিয়মিত কথা হচ্ছে পরিচালক শফিক হাসানের। এ মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন শাকিব। ফিরেই তিনি চুক্তিবদ্ধ হবেন বলে জানা গেছে।

শফিক হাসান বলেন, ‘শাকিব খান যুক্তরাষ্ট্রে যাওয়ার আগেই এ সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার কথা ছিল। কিন্তু তখন আমি চিত্রনাট্য শেষ করতে পারিনি। তিনি দেশে ফিরেই আমার সিনেমায় চুক্তিবদ্ধ হবেন। প্রযোজকও সেভাবে প্রস্তুত আছেন। আশা করছি, জাতীয় কবির চরিত্রে শাকিবকে পছন্দ করবেন দর্শক।’ এর আগে শাকিব খানকে নিয়ে ‘ধূমকেতু’ সিনেমা বানিয়েছিলেন শফিক হাসান। দীর্ঘ ছয় বছর পর আবার শাকিবকে নিয়ে সিনেমা বানাতে যাচ্ছেন এই নির্মাতা।

‘বিদ্রোহী নজরুল’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন মুনির রেজা। সরকারি অনুদানের জন্য আবেদন করা হয়েছে। নির্মাতা জানিয়েছেন, এমন একটি ভালো বিষয়বস্তুর সিনেমা সরকারি অনুদান পাবে বলে আশা করছেন তিনি। তবে অনুদান না পেলেও সিনেমাটি নির্মাণে পিছপা হবেন না বলে জানিয়েছেন নির্মাতা।

শফিক হাসান বলেন, ‘সিনেমাটির পরিসর বেশ বড়। নজরুলের কৈশোর থেকে শুরু করে তাঁর কারামুক্তি পর্যন্ত আমার সিনেমার গল্প। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে শুটিং করার পরিকল্পনা করেছি। এমন একটি বিষয় নিয়ে সিনেমাটি হচ্ছে, যার জন্য আমাদের অনেক গবেষণার প্রয়োজন। আমরা চেষ্টার কোনো কমতি রাখছি না।’

২৫ এপ্রিল শাকিব খানের দেশে ফেরার কথা রয়েছে। ঈদে মুক্তি পাচ্ছে তাঁর দুটি সিনেমা—‘গলুই’ ও ‘বিদ্রোহী’। দেশে ফিরে এ দুটি সিনেমার প্রচারণায় অংশ নেবেন শাকিব। এস এ হক অলিক পরিচালিত ‘গলুই’ সিনেমায় শাকিবের নায়িকা পূজা চেরী, আর শাহীন সুমনের ‘বিদ্রোহী’তে বুবলী আছেন তাঁর সঙ্গে। দুটি সিনেমা নিয়েই আশাবাদী নির্মাতা, প্রযোজকেরা। এবার ঈদে বাংলা সিনেমার অনেক দিনের ব্যবসায়িক খরা কাটবে বলে আশা করছেন সিনেমাসংশ্লিষ্ট ব্যক্তিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত