Ajker Patrika

দেশে নেই তবু আলোচনায় শাকিব

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১৩: ১৬
দেশে নেই তবু আলোচনায় শাকিব

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান দেশে নেই প্রায় পাঁচ মাস। গত বছরের ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দেন তিনি। সেখানেই স্থায়ীভাবে বসবাসের আবেদন করেছেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে নতুন সিনেমার ঘোষণাও দিয়েছেন শাকিব। যেটি তৈরি হবে তাঁরই প্রযোজনায়। ‘রাজকুমার’ নামে ওই সিনেমার গল্প, লোকেশন থেকে শুরু করে নির্মাতা, অভিনেত্রী, কলাকুশলী—সবাই আছেন যুক্তরাষ্ট্রে। সিনেমাটির জন্য দেশে আসার প্রয়োজন পড়বে না শাকিবের। ‘রাজকুমার’-এর শুটিং শেষ হওয়ার আগে তিনি ঢাকায় ফিরবেন, এমন সম্ভাবনাও নেই।

এদিকে ঈদের সিনেমা মুক্তি নিয়ে জেগে উঠেছে ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রি। রমজানের প্রথম সপ্তাহেই প্রযোজক পরিবেশক সমিতিতে জমা পড়েছে চারটি সিনেমা মুক্তির আবেদন—‘বিদ্রোহী’, ‘শান’, ‘গলুই’ ও ‘বড্ড ভালোবাসি’। চারটির মধ্যে দুটি সিনেমার নায়ক শাকিব খান (বিদ্রোহী ও গলুই)। ফলে দেশে না থাকলেও ঈদের সিনেমাকেন্দ্রিক আলোচনায় শাকিবের নামটিই ঘুরেফিরে আসছে। ঈদের সিনেমা-বাণিজ্যেও তিনি এখন গুরুত্বপূর্ণ ফ্যাক্টর।

সিনেমা-সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এবার ঈদে শাকিবকে টেক্কা দেবেন শাকিব নিজেই। তাঁর গলুই নিয়ে ভক্তদের মধ্যে প্রথম থেকেই আলোচনা তুঙ্গে। গত মঙ্গলবার সিনেমাটির টিজার প্রকাশ হওয়ার পর আগ্রহ আরও বেড়েছে। গলুই নির্মাতা এস এ হক অলীক বলেন, ‘টিজার প্রকাশের মধ্য দিয়ে সিনেমাটির প্রচারণা শুরু হলো। ঈদের দিন পর্যন্ত নিয়মিত আপডেট পাবেন দর্শকেরা। ৯ এপ্রিল প্রকাশ পাবে সিনেমার প্রথম গান। পরের সপ্তাহেই প্রকাশ পাবে ইমরান-কনার গাওয়া সিনেমার আরেকটি গান। আশা করছি, গলুই এবার ঈদে দর্শকদের মন ভরিয়ে দেবে।’ এ সিনেমার শুটিং শেষ করে যুক্তরাষ্ট্রে গিয়েছেন শাকিব। তাঁর ডাবিং করাতে দুই দফায় যুক্তরাষ্ট্রে ছুটেছেন অলীক।

ঈদে মুক্তির তালিকায় থাকা শাকিব খানের আরেক সিনেমা ‘বিদ্রোহী’ বানিয়েছেন শাহীন সুমন। এ সিনেমার ট্রেলার বেরিয়েছিল মাস দশেক আগে। গতকাল প্রকাশ করা হয়েছে ‘বিদ্রোহী’র দ্বিতীয় ট্রেলার। কী ধরনের প্রচারণার পরিকল্পনা করছেন জানতে চাইলে শাহীন সুমন বলেন, ‘এটা ডিস্ট্রিবিউটর হাউস ভালো জানে। সিনেমাটি তো আগেই রিলিজ করার কথা ছিল। তখন ফার্স্টলুক, ট্রেলার প্রকাশ করেছিলাম। এখন নতুন করে আবারও ট্রেলার, গান প্রকাশ করা হবে। আর্টিস্ট নিয়ে প্রচারণার তো সুযোগ নেই। আগেই হল বুকিং ছিল অনেক। নতুন করে আরও অনেক হল যুক্ত হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত