যুদ্ধের আঁধার ছেড়ে পালাচ্ছেন নীলিমারা
রাশিয়ার প্রেসিডেন্ট যখন গতকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দিয়ে বললেন, ডটেনস্ক আর লুহানস্ক প্রজাতন্ত্রের অনুরোধে তিনি ইউক্রেনে সেনা পাঠাচ্ছেন, তখনই মনে হলো, কেমন আছে নীলিমা, কেমন আছে আজমল? কেমন আছে ওদের ছেলে নিকুঞ্জ?