Ajker Patrika

রাশিয়ার প্রথম দিনের হামলায় ইউক্রেনে নিহত ১৩৭

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৩২
রাশিয়ার প্রথম দিনের হামলায় ইউক্রেনে নিহত ১৩৭

ইউক্রেনে স্থল, আকাশ ও সমুদ্রপথে হামলা শুরু করেছে রাশিয়ার সামরিক বাহিনী। গতকাল বৃহস্পতিবার এই হামলা শুরু হয়।

আক্রমণের প্রথম দিন ইউক্রেনে নিহত হয়েছে ১৩৭ জন। নিহতদের মধ্যে সামরিক ও বেসামরিক মানুষও রয়েছে। আহত হয়েছে আরও ৩১৬ জন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বরাত দিয়ে আজ শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

জাতিসংঘ শরণার্থী সংস্থা জানিয়েছে, রাশিয়ার হামলার মুখে প্রায় ১ লাখ ইউক্রেনীয় তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। এ ছাড়া আরও কয়েক হাজার মানুষ সীমান্ত পাড়ি দিয়ে রোমানিয়া, মলদোভাসহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে।

রাশিয়ার এই হামলার পর মস্কোর ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে জানিয়েছে পশ্চিমা বিশ্ব। এদিকে ন্যাটো, ইইউ এবং জি৭ নেতারাও এই আক্রমণের নিন্দা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত