Ajker Patrika

চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখল করে নিয়েছে রুশ বাহিনী

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১২: ২২
চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখল করে নিয়েছে রুশ বাহিনী

ইউক্রেনের চেরনোবিলে দুর্ঘটনার কবলে পড়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি দখল করে নিয়েছে রাশিয়ার সৈন্যবাহিনী। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পডলইয়াক চেরনোবিল দখলের সত্যতা নিশ্চিত করেছেন।

পডলইয়াক বলেছেন, ‘রুশ সেনাবাহিনীর দ্বারা সম্পূর্ণ অর্থহীন আক্রমণের পর চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি নিরাপদ আছে কি না, এটা বলা এখন অসম্ভব।’ 

পডলইয়াক আরও বলেছেন, চেরনোবিলে হামলা পুরো ইউরোপের জন্য অন্যতম বড় হুমকি। 

রাশিয়ার একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, চেরনোবিলের নিউক্লিয়ার রিঅ্যাক্টর রাশিয়া তাদের নিয়ন্ত্রণে রাখতে চায়। ন্যাটো যেন সামরিক পথে না এগোয়, সেই বার্তা দিতে রাশিয়া চেরনোবিল দখল করেছে। 

উল্লেখ্য, তৎকালীন সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১৯৮৬ সালে বিস্ফোরণ হয়। এর ফলে ইউরোপের অনেক অঞ্চলে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ে। তবে এই বিস্ফোরণের কয়েক দশক পর এটি পর্যটকদের আকর্ষণ করে। কিন্তু প্রায় এক সপ্তাহ আগে ইউক্রেনীয় কর্তৃপক্ষ এখানে পর্যটকদের প্রবেশ বন্ধ করে দেয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত