নিষেধাজ্ঞার মধ্যেও পদ্মায় চলছে ইলিশ শিকার
নিষেধাজ্ঞার মধ্যেও রাজবাড়ীর পদ্মায় চলছে ইলিশ শিকার। দেখে মনে হচ্ছে ইলিশ ধরার উৎসব। কেউ জাল টানছেন, কেউ মাছ প্যাকেটে ভরছেন। প্রশাসনের ট্রলারের শব্দ পাওয়া মাত্রই নিরাপদ জায়গায় চলে যাচ্ছে। আটক, জেল-জরিমানা করেও জেলেদের থামানো যাচ্ছে না।