রাজবাড়ী প্রতিনিধি
নিষেধাজ্ঞার মধ্যেও রাজবাড়ীর পদ্মায় চলছে ইলিশ শিকার। দেখে মনে হচ্ছে ইলিশ ধরার উৎসব। কেউ জাল টানছেন, কেউ মাছ প্যাকেটে ভরছেন। প্রশাসনের ট্রলারের শব্দ পাওয়া মাত্রই নিরাপদ জায়গায় চলে যাচ্ছে। আটক, জেল-জরিমানা করেও জেলেদের থামানো যাচ্ছে না।
প্রশাসন সূত্রে জানা গেছে, গত আট দিনে জেলার ৮৫ কিলোমিটার পদ্মা নদীতে ১২০টি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ৩৩ জন জেলেকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এরপরও জেলেদের ইলিশ শিকারে থামানো যাচ্ছে না।
সরেজমিনে গতকাল বুধবার জেলার বিভিন্ন এলাকায় দেখা যায়, কয়েকশ নৌকা রয়েছে মাঝপদ্মায়। ছোট ছোট ইঞ্জিনচালিত নৌকায় জেলেরা ইলিশ ধরায় ব্যস্ত। প্রশাসনের ট্রলারের শব্দ পেয়ে নিরাপদ জায়গায় চলে যাচ্ছে নৌকা। পদ্মায় এ দৃশ্য দেখে মনে হচ্ছে চোর-পুলিশ খেলা চলছে।
জানা গেছে, নিষেধাজ্ঞার সময় জেলেরা যেন ইলিশ শিকারে না যান, সে জন্য জেলার ৪ হাজার ৭০০ জেলে পরিবারকে ২০ কেজি করে চাল সহায়তা দেওয়া হয়েছে।
জেলে রাতুল হালদার বলেন, ‘পেটের দায়ে ইলিশ ধরতে নদীতে নামছি। সরকার ২০ কেজি করে চাল দিচ্ছে। তা দিয়ে কয়দিন সংসার চলব? সংসারে মানুষ ছয়জন। এই ২০ কেজি চালে চলা অসম্ভব।’
সুবল কুমার নামে আরেক জেলে বলেন, ‘জেল-জরিমানার ভয় উপেক্ষা করেই ইলিশ শিকারে নেমেছি। পেট তো জেল-জরিমানা মানে না। মাছ না ধরলে না খেয়ে মরতে হবে। এখন পর্যন্ত কোনো সহায়তা পাইনি।’
হাসমত নামে আরেক জেলে বলেন, ‘নিষেধাজ্ঞার সময় মাছ ধরতে চাই না। কিন্তু খাবারের ব্যবস্থা কে করবে। একদিন না খেয়ে থাকলে কেউ খবর নেবে না। প্রতিবছর ২০ কেজি করে চাল দেয় এতে কিছু হয় না। চালের সঙ্গে তেল, লবণ, তরকারি এসবের ব্যবস্থা করে দিক। তাহলে নিষেধাজ্ঞার সময় নদীতে নামব না।’
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান জানান, ইলিশ রক্ষায় তাঁরা তৎপর রয়েছেন। নিষেধাজ্ঞার পর থেকেই পদ্মার বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হচ্ছে। মাছ ধরা অবস্থায় জেলেদের আটক করে জেল-জরিমানা করা হচ্ছে। তাঁদের এ অভিযান অব্যাহত থাকবে।
নিষেধাজ্ঞার মধ্যেও রাজবাড়ীর পদ্মায় চলছে ইলিশ শিকার। দেখে মনে হচ্ছে ইলিশ ধরার উৎসব। কেউ জাল টানছেন, কেউ মাছ প্যাকেটে ভরছেন। প্রশাসনের ট্রলারের শব্দ পাওয়া মাত্রই নিরাপদ জায়গায় চলে যাচ্ছে। আটক, জেল-জরিমানা করেও জেলেদের থামানো যাচ্ছে না।
প্রশাসন সূত্রে জানা গেছে, গত আট দিনে জেলার ৮৫ কিলোমিটার পদ্মা নদীতে ১২০টি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ৩৩ জন জেলেকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এরপরও জেলেদের ইলিশ শিকারে থামানো যাচ্ছে না।
সরেজমিনে গতকাল বুধবার জেলার বিভিন্ন এলাকায় দেখা যায়, কয়েকশ নৌকা রয়েছে মাঝপদ্মায়। ছোট ছোট ইঞ্জিনচালিত নৌকায় জেলেরা ইলিশ ধরায় ব্যস্ত। প্রশাসনের ট্রলারের শব্দ পেয়ে নিরাপদ জায়গায় চলে যাচ্ছে নৌকা। পদ্মায় এ দৃশ্য দেখে মনে হচ্ছে চোর-পুলিশ খেলা চলছে।
জানা গেছে, নিষেধাজ্ঞার সময় জেলেরা যেন ইলিশ শিকারে না যান, সে জন্য জেলার ৪ হাজার ৭০০ জেলে পরিবারকে ২০ কেজি করে চাল সহায়তা দেওয়া হয়েছে।
জেলে রাতুল হালদার বলেন, ‘পেটের দায়ে ইলিশ ধরতে নদীতে নামছি। সরকার ২০ কেজি করে চাল দিচ্ছে। তা দিয়ে কয়দিন সংসার চলব? সংসারে মানুষ ছয়জন। এই ২০ কেজি চালে চলা অসম্ভব।’
সুবল কুমার নামে আরেক জেলে বলেন, ‘জেল-জরিমানার ভয় উপেক্ষা করেই ইলিশ শিকারে নেমেছি। পেট তো জেল-জরিমানা মানে না। মাছ না ধরলে না খেয়ে মরতে হবে। এখন পর্যন্ত কোনো সহায়তা পাইনি।’
হাসমত নামে আরেক জেলে বলেন, ‘নিষেধাজ্ঞার সময় মাছ ধরতে চাই না। কিন্তু খাবারের ব্যবস্থা কে করবে। একদিন না খেয়ে থাকলে কেউ খবর নেবে না। প্রতিবছর ২০ কেজি করে চাল দেয় এতে কিছু হয় না। চালের সঙ্গে তেল, লবণ, তরকারি এসবের ব্যবস্থা করে দিক। তাহলে নিষেধাজ্ঞার সময় নদীতে নামব না।’
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান জানান, ইলিশ রক্ষায় তাঁরা তৎপর রয়েছেন। নিষেধাজ্ঞার পর থেকেই পদ্মার বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হচ্ছে। মাছ ধরা অবস্থায় জেলেদের আটক করে জেল-জরিমানা করা হচ্ছে। তাঁদের এ অভিযান অব্যাহত থাকবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫