Ajker Patrika

প্রচার সাংসদ পদের প্রার্থী ইউপি সদস্যের

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১২: ৫৮
প্রচার সাংসদ পদের প্রার্থী ইউপি সদস্যের

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংসদ প্রার্থী হবেন বলে প্রচার চালিয়েছিলেন। কিন্তু সাড়া না মেলায় আর সামনে এগোননি। এর বছরখানিক পর প্রচার চালান ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে। বিভিন্ন স্থানে প্রচারপত্রও বিলি করেছিলেন। তাতেও সাড়া মেলেনি। তবে দমে যাননি।

এবার প্রচার শুরু করেছেন আরও এক ধাপ নিচের পদে, ইউপি সদস্য প্রার্থী হতে। ইতিমধ্যে মনোনয়নপত্রও জমা দিয়েছেন। বলছিলাম ঝিকরগাছার রবিউল ইসলামের কথা।

সাংসদ হওয়ার বাসনা নিয়ে নির্বাচনী প্রচারে নেমে ইউপি সদস্য প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করা রবিউলের বাড়ি নাভারণ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে। তিনি মানবিক ভলান্টিয়ারস নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উপজেলা সহসভাপতি। আগামী ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য হিসেবে ভোটে লড়বেন রবিউল। তিনি গত বুধবার মনোনয়নপত্র দাখিল করেছেন।

ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও নাভারণ ইউনিয়নের বাসিন্দা শেখ ইমরান হোসেন বলেন, ‘রবিউল ইসলাম এর আগে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন জানিয়ে প্রচার চালান। পরে ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচার চালিয়েছিলেন।’

ইউপি সদস্য প্রার্থী রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সংসদ নির্বাচনে ফেসবুকে জনমত তৈরি করার উদ্যেশ্যে প্রচার চালিয়েছিলাম। কিন্তু সাড়া না পেয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে সবার কাছে দোয়া ও সমর্থন চেয়েছিলাম। এখন ইউপি সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছি।’

রবিউল ইসলাম বলেন, ‘আমাদের মোড়ল গোষ্ঠি অনেক বড়। গোষ্ঠির সবাই ভোট দিলেও আমি পাশ করব। তবে পাশ-ফেল যাই হোক আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়ব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত