Ajker Patrika

জমি নিয়ে বিরোধের বলি ২৩ গাছ

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১৪: ১৬
জমি নিয়ে বিরোধের  বলি ২৩ গাছ

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে শফিয়ার রহমান নামের এক কৃষকের ২৩টি মেহগনি গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে। গত বুধবার রাতে সদর উপজেলার উদয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক শফিয়ার রহমানের অভিযোগ, ‘দীর্ঘদিন ধরে উদয়পুর গ্রামে পৈতৃক সূত্রে পাওয়া পবহাটি মৌজার চার শতক জমি ভোগদখল করে আসছেন একই গ্রামের রুহুল বিশ্বাস, ফয়েজ আলী, সাচ্চু বিশ্বাস, বাচ্চু বিশ্বাসসহ কয়েকজন। ছয় মাস পূর্বে অভিযুক্তেরা জমিটিকে নিজেদের বলে দাবি করেন। গত বুধবার দুপুরে রুহুল বিশ্বাস, ফয়েজ আলী, সাচ্চু বিশ্বাস, বাচ্চু বিশ্বাসসহ কয়েকজন বিরোধপূর্ণ ওই জমি দখলের চেষ্টা করেন। খবর পেয়ে শফিয়ার ও তার ভাই আতিয়ার রহমান পরিবারের সদস্যদের নিয়ে সেখানে উপস্থিত হন। পরে স্থানীয় মাতব্বরদের নিয়ে একটি সালিসের আয়োজন করা হয়। সালিসে মাতব্বরেরা আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করে দেন। কিন্তু রাতের আঁধারে বিরোধপূর্ণ ওই জমির ২৩টি মেহগনি গাছ কেটে দেন রুহুল বিশ্বাস ও তাঁর সহযোগীরা।’

শফিয়ার রহমান অভিযোগ করে বলেন, ‘যেহেতু ওরা আমার জমি দখলের চেষ্টা করেছে সেহেতু ওরাই ওই জমির গাছ কেটে দিয়েছে। আমি এর বিচার চাই।’

এ বিষয়ে অভিযুক্তদের একজন ফয়েজ আলী বলেন, ‘জমিটি বিরোধপূর্ণ। এ নিয়ে অনেক দিন ধরেই ঝামেলা চলছে। তবে, রাতের আধারে কে বা কারা গাছ কেটেছেন তা আমরা বলতে পারব না।’

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা বলেন, ‘গাছ কাটার বিষয়ে একটি অভিযোগ এসেছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত