Ajker Patrika

করোনায় ১৩ ভাগ শিশু বাল্যবিবাহের শিকার

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১৪: ৩০
করোনায় ১৩ ভাগ শিশু বাল্যবিবাহের শিকার

ফরিদপুরে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) বাল্যবিবাহ ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা প্রেসক্লাবে মিলনায়তনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) ফরিদপুর জেলা শাখার আয়োজনে এই সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে লিখিত বক্তব্য পাঠ করেন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হাফসা বিনতে হায়দার।

সংবাদ সম্মেলনে এনসিটিএফ ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে জানানো হয়, কোভিড-১৯ এ মহামারির সময়ে বেড়েছে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতার মতো ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যম ও দেশে গণমাধ্যমের দিকে তাকালেই এ চিত্র ফুটে উঠে। আমরা এই খবরগুলো দেখে আতঙ্কিত হয়ে পড়ছি। করোনার এই সময়ে ১৩ শতাংশ শিশু বাল্যবিবাহের শিকার হয়েছে। যা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। এ সময় সংগঠনটির নেতারা বাল্যবিবাহ ও শিশু নির্যাতনের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি তোলেন।

এ সময় আরও বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক ফাইয়াজ খান, শিশু গবেষক-তুষার আবদুল্লাহ, শাহরিন ইসলাম মাহিন, ঊর্মি আক্তার প্রমুখ।

লিখিত বক্তব্যে তারা জানান, এনসিটিএফের পক্ষ থেকে দেশের প্রচলিত বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এবং শিশু আইন ২০১৩ এর সঠিক ও কার্যকরী বাস্তবায়নের মাধ্যমে শিশু নির্যাতন ও বাল্য বিবাহের জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, সিনিয়র সাংবাদিক শফিকুল ইসলাম মনি, পান্না বালা, মফিজুর রহমান, মাহাবুব ইসলাম পিকুল, এস এম রুবেল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

জম্মু-কাশ্মীরে ধ্বংস করা হলো ৪৪ হাজার কেজি রসগোল্লা

সরকারের কমিটি পছন্দ হয়নি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ‎প্রকৌশল শিক্ষার্থীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত