মূল জাতীয় দলে জায়গা পেলে আমার মায়ের স্বপ্নপূরণ হবে: সাফজয়ী অধিনায়ক আসিফ
‘আমার তো বাবা নেই। তিন বছর বয়সের বাবা মারা যান। তখন থেকে আমার মা অনেক কষ্টে আমাকে বড় করেছে। আজকে আমি যা হয়েছি, যা পেয়েছি সব আমার মায়ের কল্যাণে। আমার মায়ের স্বপ্ন, আমি জাতীয় মূল দলে খেলব। যদি সুযোগ পাই, দলের জন্য, দেশের জন্য সর্বোচ্চটা দিয়ে ভালো কিছু এনে দিতে পারব।’