Ajker Patrika

বিএনপি থেকে বহিষ্কৃত সেই নেতার বিরুদ্ধে ভালুকা থানায় মামলা

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ১৯
বিএনপি থেকে বহিষ্কৃত সেই নেতার বিরুদ্ধে ভালুকা থানায় মামলা

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সদ্য বহিষ্কৃত ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুসহ অজ্ঞাতপরিচয় ১৫-২০ জনের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্তে মামলা করা হয়েছে। গতকাল সোমবার রাতে বিএনপির পক্ষে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এই এজাহার দায়ের করেন।

বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির পক্ষ থেকে গতকাল রাত সাড়ে ১০টার দিকে ভালুকা মডেল থানায় লিখিত এজাহারটি দায়ের করা হয়। এজাহারে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে কতিপয় ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কাজে লিপ্ত রয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ দলীয় নেতৃত্ব এ বিষয়ে সবাইকে বারবার সতর্ক করে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব অপকর্মের সঙ্গে জড়িত, দলের ভাবমূর্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে এখন শুধু সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থাই নয়, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন। নেতা-কর্মীদের ১৫ বছরের আত্মত্যাগ এবং কমিটমেন্ট কতিপয় ব্যক্তির অপকর্মের জন্য প্রশ্নবিদ্ধ হতে পারে না। তারেক রহমানসহ দলের হাইকমান্ড এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছেন। 

উল্লেখ্য, সম্প্রতি ভালুকা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের প্যাড থেকে এলজি বাটারফ্লাই ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে একটি চিঠি দেওয়া হয়। সেই চিঠিতে ভালুকা এন্টারপ্রাইজের নামে ওয়েস্টেজ জুট ও পরিবহনের মাধ্যমে শ্রমিক আনা-নেওয়াসহ চাহিদা মোতাবেক যাবতীয় কাজের ওয়ার্ক অর্ডার দিতে বলা হয়। ভালুকা এন্টারপ্রাইজের অনুকূলে ব্যবসা পরিচালনার জন্য সেই চিঠিতে গত ২৭ আগস্ট সুপারিশ করে স্বাক্ষর করেন ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। 

পরবর্তী সময়ে ওই প্রতিষ্ঠানের সাপ্লাই চেইন, পরিবহন ও ওয়েস্ট ডিসপোজাল ‘ভালুকা এন্টারপ্রাইজ’ নামের প্রতিষ্ঠানকে না দেওয়ায় এলজি বাটারফ্লাই কারখানায় হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। হামলার মুখে পাঁচ দিন কারখানা বন্ধ রাখতে হয়। এমন কর্মকাণ্ডের জন্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে ধারণা স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত